স্বপ্ন কথাস্মৃতিদত্ত২৩/৮/২০
আমিস্বপ্ন দেখিনাস্বপ্নরাই উড়ে বেড়ায় আমাকে ঘিরেছুঁতে চায় আমাকেস্বপ্নের ভিড়ের ভেতর থেকে অবলীলায় বেরিয়ে পড়ি আমিদুঃখ পেয়ে স্বপ্ন গুলি মুখ লুকায় মেঘের বুকেআমার চারপাশ জুড়ে এতো এতো শীত কাঁথারিপু র সূচ সুতোয়…
স্বপ্ন কথা
স্মৃতিদত্ত
২৩/৮/২০
আমিস্বপ্ন দেখিনা
স্বপ্নরাই উড়ে বেড়ায় আমাকে ঘিরে
ছুঁতে চায় আমাকে
স্বপ্নের ভিড়ের ভেতর থেকে অবলীলায় বেরিয়ে পড়ি আমি
দুঃখ পেয়ে স্বপ্ন গুলি মুখ লুকায় মেঘের বুকে
আমার চারপাশ জুড়ে এতো এতো শীত কাঁথা
রিপু র সূচ সুতোয় চরাচরে জেগে থাকা
আমার চোখ কথায় দ্বিধা দ্বন্দ্ব র এলোমেলো
কোন এক প্রত্যন্ত কোনে আমার ধূলোমাখা
মাদুর পাতা-
আমি দেখি শুধু ঘন আাঁধারের বুক ভেতর দিয়ে ঝম ঝম ট্রেনের ছুটে যাওয়া
,আর কী আশ্চর্য
ট্রেনের ঘুমন্ত মানুষ গুলির চোখে
স্বপ্ন এঁটুলির মতো চেপে বসে থাকে-
চকচক আনন্দময় মুখে স্বপ্ন গুলি খেলে
আমার ভাবলেশহীন মুখ আর
কাঁপা কাঁপা চোখের তারায় স্বপ্ন রা পো ড়ে
কি আশ্চর্য! তবুও তারা উজান কথা বলে
আমার তবু ও ভ্রুক্ষেপ নেই
আবছা এক রূপালী পথে কিছু অক্ষর কথা জেগে থাকে
হিম আলোর এক ধোঁয়ার অবয়বে উপরে উঠতে থাকি আমি
উন্মুখ স্বপ্নেরা ছুঁতে চায়
আমি তখন ও অনাঘ্রাতা মহাসাগরের অতলে
সময়ে র এই তামাটে স্বপ্ন, বড় নগন্য লাগে
তুর্কি নাচে স্বপ্নরা --ফোয়ারর মত ঝরে
শীতার্ত আমি ,ঘিরে রাখি নিজেকে শাদা পালকে।