চার দিন নিখোঁজ থাকার পরে কাঁথির যুবকের মৃতদেহ উদ্ধার হল ।
গত বৃহস্পতিবার নিম্নচাপের ফলে সকাল থেকে মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল জেলার অন্যান্য প্রান্তের সাথে কাঁথিতেও। এরই মাঝে ঘটে যায় এক বিপত্তি। জানা গেছে কাঁথি পৌরসভার ১৩ নম্বর ওয়ার…
চার দিন নিখোঁজ থাকার পরে কাঁথির যুবকের মৃতদেহ উদ্ধার হল ।
গত বৃহস্পতিবার নিম্নচাপের ফলে সকাল থেকে মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল জেলার অন্যান্য প্রান্তের সাথে কাঁথিতেও। এরই মাঝে ঘটে যায় এক বিপত্তি। জানা গেছে কাঁথি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হাতাবাড়ি এলাকার বাসিন্দা নন্দদুলাল পন্ডা।নন্দদুলাল বাবুর দুই ছেলে কপিলদেব পন্ডা(৩০) ও জয়দেব পন্ডা(২৭)।বৃহস্পতিবার ভরদুপুরে পরনে একখানি গামছা পরেই বৃষ্টি উপভোগ করতে বেরিয়ে পড়ে শহরে। জানা গেছে , বৃষ্টিতে ভেজার পাশাপাশি দুই ভাই মিলে রাজাবাজার এলাকায় ওড়িষ্যা কোস্ট ক্যানেলের পাশে বসে আকন্ঠ মদ্যপান করে । আরো জানা গেছে মদের আসর থেকে ছোট ভাই জয়দেব বাড়ি ফিরলেও বড়ো ভাই কপিল বাড়ি ফেরেনি। কাঁথির রাজাবাজার এলাকার ঢালাই ব্রিজের কাছে দুই ভাই বসে মদ্যপান করছিল বলে সূত্রের খবর ।মদ্যপ ছোট ভাই বাড়ি ফিরলে তার দাদা কোথায় জিজ্ঞাসা করে পরিবারের লোকেরা।সে উত্তর দিতে পারেনি।এর পরেই কপিল পন্ডার খোঁজ শুরু করে পরিবারের লোকেরা।
রাজা বাজার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা সেক মুসা বলেন, খালের পাশ দিয়ে নেশাগ্রস্থ অবস্থায় এক যুবক হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে জলে পড়ে যায়। সেই ছেলে কপিল কিনা বলতে পারবো না। তবে দেখলাম মাথা ও হাত ডুবন্ত ব্যবস্থা কিছু বোঝার আগেই অদৃশ্য হয়ে গেল। পরে তিনি বাকি স্থানীয়দের ও কাঁথি থানার পুলিশকে খবর দেন। আসে দমকল বাহিনী।দুর্ঘটনাগ্রস্থ এলাকায় জলে খোঁজ করে যুবকের সন্ধান পায়নি।
শুক্রবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাসী অভিযান শুরু হয় খালে।কিন্তু খোঁজ পাওয়া যায়নি যুবকের।এরপর শনিবার ও রবিবার অভিযান চালিয়েওকোন সন্ধান পাওয়া যায়নি এই যুবকের।
সোমবার সকালে জুনপুট কোস্টাল থানার জানুবসানে মৃত যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়েছে।জুনপুট কোস্টাল থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।