দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা - রামধনু রঙ বিভাগ - কবিতা কলমে - স্বপন গায়েন তারিখ - ২৩|০৮|২০২০**************************
টুপটাপ বৃষ্টি ঝরে পড়ে দিন রাতবজ্র বিদ্যুৎ ঘর্ষণে হয় জেনো প্রতিঘাত।বৃষ্টির মেঘ নয় তবু হয় বৃষ্টি নাবালক …
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কবিতা - রামধনু রঙ
বিভাগ - কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ - ২৩|০৮|২০২০
**************************
টুপটাপ বৃষ্টি ঝরে পড়ে দিন রাত
বজ্র বিদ্যুৎ ঘর্ষণে হয় জেনো প্রতিঘাত।
বৃষ্টির মেঘ নয় তবু হয় বৃষ্টি
নাবালক মন বলে কবে হবে সৃষ্টি!
দিন আনা দিন খাওয়া পরিযায়ী মরে
হাসি খুশি দিনগুলো কবে গেছে সরে।
আলাদিন আজও আছে চাইলেই পাওয়া
প্রদীপের আছে তেজ ঘসলেই খাওয়া !
যুগ গেছে বদলে শুধু আছে কান্না
দুবেলা জোটেনি ভাত হয় নাতো রান্না।
শিশুরা পায় না খেতে মরে যায় স্বপ্ন
রামধনু রঙ পুড়ে আশা হয় ভগ্ন ।
মন বলে আছে বেঁচে ভোরের আকাশ
স্বপ্নের রঙ ছুঁয়ে বইছে দখিনা বাতাস।
বিশ্বাস ভালোবাসা মরে নাতো কোনোদিন
সুখ দুঃখ জীবনে হবে না কখনো বিলীন!
**********