Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতাবিভাগ- কবিতাশিরোনাম-রোদ বৃষ্টির খেলাঘরকলমে- স্বাগতা চ্যাটার্জীতারিখ- ২৪/০৮/২০২০
জানো রোদ্দুর,আজ তোমার সেই চিঠিটা খুঁজে পেলাম,আবার শিহরিত হলাম|ফিরে গেলাম সেই কুড়ি বছর আগে,ফিরে গেলাম সেই কলেজ ক্যান্টিনে,যেখানে প্রথ…

 


দৈনিক প্রতিযোগিতা

বিভাগ- কবিতা

শিরোনাম-রোদ বৃষ্টির খেলাঘর

কলমে- স্বাগতা চ্যাটার্জী

তারিখ- ২৪/০৮/২০২০


জানো রোদ্দুর,

আজ তোমার সেই চিঠিটা খুঁজে পেলাম,

আবার শিহরিত হলাম|

ফিরে গেলাম সেই কুড়ি বছর আগে,

ফিরে গেলাম সেই কলেজ ক্যান্টিনে,

যেখানে প্রথম দ্যাখা,,,,

প্রথম  অপেক্ষার  সূত্রপাত|

তুমি তখন একুশ  বোধ  হয়,

আমি  অষ্টাদশীর  ছোঁয়ায়!

তুমি  তখন  নীল গেঞ্জী আর জিন্স,

ক্যান্টিনের   হার্টথ্রব.......

আমি কিন্তু  ইন্ট্রোভার্ট , স্বল্পভাষী,

বন্ধুদের  মাঝেও  নীরব|

প্রথম  সেই  তোমার  চিঠি 

ঝড়  আনল  জীবনে...

হাতে হাত, চোখে চোখ, মনে মন

সবই  আজ  স্মরণে।


তখন বুঝিনি অামি কেন?

মাকে বলা হয়নি কেন?

রোদ্দুর ও বৃষ্টির মিলন হয় কখনো!

মনে বোধ হয় তখন অন্য কোন...

তবু তো প্রেম ছিল ,,

বোধ হয়, আজও  আছে.....

তোমার খোলা চিঠি আজও মনের মাঝে....