#আগোছালো#শিমলা
""যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে",আগল ভাঙা দ্রোহের কাছে অনিদ্রাদের ঘুম পাড়িয়ে দিলাম।শরীরী প্রাণে এখন দিবা রাত্রি শুধুই ছলনা,ভালোবাসা এক চিলতে বাগানে ফুল ফোটাতে ফোটাতে কাটিয়ে দিয়েছে বারো মাস।স্থায়িত্ব…
#আগোছালো
#শিমলা
""যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে",
আগল ভাঙা দ্রোহের কাছে অনিদ্রাদের ঘুম পাড়িয়ে দিলাম।
শরীরী প্রাণে এখন দিবা রাত্রি শুধুই ছলনা,
ভালোবাসা এক চিলতে বাগানে ফুল ফোটাতে ফোটাতে কাটিয়ে দিয়েছে বারো মাস।
স্থায়িত্বের অহমিকায় বাগান রচনা সেতো আকাশচুম্বী আদিখ্যেতা,
ভাঙা ঘর ভাঙা মনের আবেগ লুকাতে মরিয়া হয়ে উঠেছে,
তবু ও কোথায় যেন আগমনী শরৎ কাঁদে, উচ্ছলতার বাসনায়, হাওয়ার দোলায়।
কেমন যেন শীত শীত অশরীর ছোঁয়া,
পালিয়ে লুকায় কাশফুলের আগায়,
হেলে দুলে নুইয়ে পরে আলিঙ্গনের অভিনয়ে,
মিলতে পারে না মাটির বুকে ঘাসের ডগায়।
এভাবে মেলে না অনেক কিছু........
আকাশ,নদী,আমি, তুমি,
কি হয় এমন তফাৎ এ,
বেঁচে থাকা প্রাণে আলিঙ্গনের তপ্ত উষ্ণতা শীতল আলোয়ানে চেপে এগিয়ে যায় প্রাণ।
মিহি সুরের গানের মতো ঠোঁটে লেগে থাকা সুর কখনো কখনো বেরিয়ে আসে পূর্নাঙ্গতায়,
সেই গানে জীবন থাকে সত্যি,তবে ভালোবাসা থাকে আগোছালো।