Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

অন্ধকারে গাছেরা দাঁড়িয়ে ফিসফাস কথা বলে,পাতা ঝরে নতুনের আহবানে।তারারা আকাশ হতে দেখেআমরা কে কেমন আছি,চাঁদ এসে উঠানে লুটোপুটি খায়ক্ষয়ে যেতে যেতে সেও একদিন পূর্ণতা পায়।গাছেদের দিকে তাকিয়ে দেখো-সব গাছ সমানভাবে সোজা হয়ে দাঁড়াতে…

 


অন্ধকারে গাছেরা দাঁড়িয়ে ফিসফাস কথা বলে,

পাতা ঝরে নতুনের আহবানে।

তারারা আকাশ হতে দেখে

আমরা কে কেমন আছি,

চাঁদ এসে উঠানে লুটোপুটি খায়

ক্ষয়ে যেতে যেতে সেও একদিন পূর্ণতা পায়।

গাছেদের দিকে তাকিয়ে দেখো-

সব গাছ সমানভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না।

সমুদ্র তার সব ঢেউ সোজা করে পাঠায় না পারে।

জীবনও ঠিক তাই-

সব সময় সোজা পথে চলে না,

শেষের মধ্যে আরম্ভের একটা শুক্রাণু লুকিয়ে থাকে-

যেমন থাকে আলোর সাথে ছায়া।।