Page Nav

HIDE

Post/Page

May 16, 2025

Weather Location

Breaking News:
latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা-- জীবনের মানেঅজয় চক্রবর্তী২৫ ০৮ ২০২০
মাটির কাছে প্রশ্ন করো জীবনের মানে জানতে পাবে,নীল আকাশ কে জিজ্ঞাসা করো জীবনের মানে কি?উড়ে যাওয়া মেঘেদের যদি থামাতে পারো মেঘ বলে দেবে,শ্রাবণ ধারার কাছে জানতে চাও ওরা বলতে পারে।
পাহাড়ের ক…

 



কবিতা-- জীবনের মানে

অজয় চক্রবর্তী

২৫ ০৮ ২০২০


মাটির কাছে প্রশ্ন করো জীবনের মানে জানতে পাবে,

নীল আকাশ কে জিজ্ঞাসা করো জীবনের মানে কি?

উড়ে যাওয়া মেঘেদের যদি থামাতে পারো মেঘ বলে দেবে,

শ্রাবণ ধারার কাছে জানতে চাও ওরা বলতে পারে।


পাহাড়ের কাছে জানতে চাও জীবনের মানে কি?

বালুচরে আছড়ে পড়া সাগরের ঢেউ হয়তো বলতে পারে।

মোহনার কূলে দাঁড়িয়ে অস্তমিত সূর্য কে প্রশ্ন করো,

ভাঙা তরী বেয়ে জোয়ারে ভেসে যাওয়া মাঝির কাছে জানতে চাও।


তুমি ফুলের কাছে জানতে চাও জীবনের মানে কি?

না-ফোটা ঝরে যাওয়া কুঁড়ি গুলোর কাছে জানতে চাও।

ভ্রমরের গুঞ্জনে কান পাতো হয়তো শুনতে পাবে,

প্রজাপতির পাখায় চোখ রাখো জীবনকে দেখতে পাবে।


কাঠফাটা রোদে যে কৃষক লাঙ্গল দিয়ে মাঠে চাষ করছে,

ছেঁড়া ময়লা জামা পড়ে আট বছরের যে শিশু পাথর ভাঙছে,

ছোট্ট সন্তানকে পিঠে ঝুলিয়ে নিয়ে যে মা মাথায় ইঁট বইছে,

ওরা সবাই জীবনের মানে জানে ওদের কাছে জানতে চাও।


সীমান্তে যে প্রহরী প্রতিমুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে,

সদ্য যুদ্ধ করে ফিরে আসা সৈনিক কে জিজ্ঞাসা করো,

তপ্ত বালুর ওপর দিয়ে খালি পায়ে সাত মাইল দূর থেকে পানীয় জল বয়ে আনা নববধূকে জিজ্ঞাসা করো জীবনের মানে বলতে পারে।


জীবন তোমাকে সব দিয়েছে তুমি খুঁজে নিতে পারোনি,

জীবনের তাপ তুমি অনুভব করো নি তাই জীবনের মানে জানো না।

ভালোলাগা আর ভালোবাসা কে এক করে ফেলেছ,

তাই জীবন তোমাকে ছেড়ে কখনো চলে গেছে তুমি বুঝতেও পারোনি।