দৈনিক প্রতিযোগিতাবিভাগ-কশিরোনাম--- হাতের উপর হাতকলমে-- তাপস সরদারতাং-- ২৬/০৮/২০
মুখোশ আজ খসে পড়েছেছোট্ট কাপড়ে মুখ ঢেকে ।কে আপন , কে বা পরমল্লিক চাট্টুজ্যে সর্দ্দার সব এক ।
লেজ বুলিয়ে কিচিরমিচিরশব্দ জালে ভোলায় ,সময় বুঝে আগুন জ্বেলে…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ-ক
শিরোনাম--- হাতের উপর হাত
কলমে-- তাপস সরদার
তাং-- ২৬/০৮/২০
মুখোশ আজ খসে পড়েছে
ছোট্ট কাপড়ে মুখ ঢেকে ।
কে আপন , কে বা পর
মল্লিক চাট্টুজ্যে সর্দ্দার সব এক ।
লেজ বুলিয়ে কিচিরমিচির
শব্দ জালে ভোলায় ,
সময় বুঝে আগুন জ্বেলে
নেভায় বারুদ ঘোলে ।।
ছোট্ট কাপড়ের" মহাগুনে"
"প্রতিবিম্ব "আজ সুতোয় ।
বাড়ির পাশে ডোবা কাটা
নোংরা ভরা তাতে ,
চোখে মুখে তাপও রূপে
ঘষে বিছুটি পাতা ।
মাথার ওপর চশমা রেখে
দেখে উঁকি মেরে ,
মল্লিক বাবু , সর্দ্দার বাবু
খিল এঁটে আজ বসে ।।
জ্যামিতির কোণ গুলো
মিলছে না কিছুতে ,
বীজগণিতের সূত্র গুলো
সেঁটে দিয়েছে মাথাতে ।
হাতের উপর হাত রেখেছে
চিঁড়ে মুড়কি বেলাতে ।।