#নীলকন্ঠের_খোঁজে#অরিন্দম_ভট্টাচার্য্য
প্রকৃতির অবমাননা!আজ আবার লক্ষ্মী হারা হয়েছে স্বর্গ...চারিদিকে হাহাকার,মৃত্যুর হাতছানি।জটিল রসায়নে --দেবাসুর আবার মিলেছেঅমৃত কুম্ভের সন্ধানে।আকাশে বাতাসে বিষাক্ত ঝাঁঝালো গন্ধফণীর মতো লাফিয়ে …
#নীলকন্ঠের_খোঁজে
#অরিন্দম_ভট্টাচার্য্য
প্রকৃতির অবমাননা!
আজ আবার লক্ষ্মী হারা হয়েছে স্বর্গ...
চারিদিকে হাহাকার,
মৃত্যুর হাতছানি।
জটিল রসায়নে --
দেবাসুর আবার মিলেছে
অমৃত কুম্ভের সন্ধানে।
আকাশে বাতাসে বিষাক্ত ঝাঁঝালো গন্ধ
ফণীর মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন...
ধীরে ধীরে সারা শরীর নীলচে হচ্ছে ধরিত্রীর।
বড় কষ্ট তার --
প্রতি শ্বাসে হয়তো বা শেষ প্রহর গুনছে জীবনের।
বিন্দুমাত্র কারো হুঁশ নেই সেদিকে...
শুধু সেই এক লক্ষ্যে 'মন্দা'-র পর্বত ঠেলতে ব্যস্ত সকলে।
হয়তো একদিন এভাবেই --
অমৃত কুম্ভও হবে হস্তগত...
অভিশাপ মুক্ত হয়ে উঠে আসবে লক্ষ্মীও হাতে...
বঞ্চনার রাজনীতিও চলবে সেই আগের মতোই।
স্বার্থ ফুরোলে --
প্রচ্ছন্ন কাঁটাতারের বেড়াটা
জ্বলজ্বল করে প্রকট হয়ে উঠবে যে পুনরায়!
কিন্তু সেই মহান 'নীলকন্ঠ' আজ কোথায়?
তাঁকে তো কোথাও দেখছি না!
কোন পর্বতের গুহায়...
কার ধ্যানে মগ্ন আছেন তিনি?
আর তাঁকে জাগাবেই বা কে?
তাঁকে যে আজ বড় প্রয়োজন।
ওহে, মুর্খ, স্বর্গের দেবতার দল --
না বাঁচলে পৃথ্বী,
কি হবে এ 'লক্ষ্মী' নিয়ে?
আর অমরত্বেরই কি বা প্রয়োজন?
যেখান থেকে পারো
খুঁজে বার করো তাঁকে অতি সত্বর।