#বর্ণিত_জিজ্ঞাসা#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত।******************স্বপ্নেরা রোজ ঘামে,আসে বারবার নিভৃতে।কালে কালে জমাট বাঁধে,গান গায় অজানা বাদ্যে।
চোখের জল চুপ থাকে,মুখ বুজে সব সয়ে।যান্ত্রিক আধুনিকতার মোহ সংকেতে,তবুও রোজ হাঁটতে হয় বনব…
#বর্ণিত_জিজ্ঞাসা
#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত।
******************
স্বপ্নেরা রোজ ঘামে,
আসে বারবার নিভৃতে।
কালে কালে জমাট বাঁধে,
গান গায় অজানা বাদ্যে।
চোখের জল চুপ থাকে,
মুখ বুজে সব সয়ে।
যান্ত্রিক আধুনিকতার মোহ সংকেতে,
তবুও রোজ হাঁটতে হয় বনবিতানে রুদ্ররাগে।
ছিল যারা অবনত বেণুবন মর্মরে,
চেনা চেনা মনে হয় হাসি মুছা চাপা সুখে।
আলগোছে জীবনের আবছায়া ছায়াপথে,
এমন ছবি হয়না আঁকা রঙ তুলিতে।
ইচ্ছেরা এখন মুখবন্ধ প্রতিবাদ,
সময়ের কাছে হারমানা প্রবাদ।
দূরবীণটা তবুও রোজ স্বপ্ন দেখায়,
বাঁশীর সুরে মন দোলায়।
বর্ণিত জিজ্ঞাসা হাতড়ায় হাতড়ায়,
নীড় খুঁজে সুখের আশায়।
বনফুল বাঁচতে শেখায়,
নির্জন বসুন্ধরায়।
কস্তুরী আতরে বাঁধা পরে,
হৃদয়ের ঘড়ি টিক টিক করে,
সাহারায় প্রভাত ফেরে,
সোহাগে উড়ে, ভর করে ক্ষয়াটে মাস্তুলে।
প্রাঞ্জল বাগিচার আধো চাপা আঁধারে,
তাই ধুপ করে বসে পরি অভিলাষ ঘুচাতে,
আনন্দ খুঁজে নেই জীমূত আকাশে,
মন পালে যাই ভেসে দরিয়ায় নিমেষে।
**********************************
#তাং_২৩_০৮_২০২০_ইং
#ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা_ভারত।
************************************