Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

এক বৃষ্টি ভেজা সন্ধ্যা গদ্য কবিতা পারমিতা চ্যাটার্জি ১৭/০৮/২০
এখনও কি মনে পড়ে যৌবনের সেই বৃষ্টি ঝরা সন্ধ্যা বেলার কথা! আমার খুব মনে পড়ে জানো!  বড়ো নস্টালজিক হয়ে পড়ি তখন, তখন তুমি ভালোবাসার আবেগে ভাসতে, ভাদরের রিমিকিঝিমিকি ধারায়, ট…

 

এক বৃষ্টি ভেজা সন্ধ্যা 

গদ্য কবিতা 

পারমিতা চ্যাটার্জি 

১৭/০৮/২০


এখনও কি মনে পড়ে যৌবনের সেই বৃষ্টি ঝরা সন্ধ্যা বেলার কথা! 

আমার খুব মনে পড়ে জানো!  বড়ো নস্টালজিক 

হয়ে পড়ি তখন, 

তখন তুমি ভালোবাসার আবেগে ভাসতে, ভাদরের রিমিকিঝিমিকি ধারায়, টিপটপ বৃষ্টির শব্দের মাঝে আমার বৃষ্টি ভেজা শরীরটাকে জড়িয়ে নিয়ে বলতে, তোমার এই রোমান্টিক মনটা যেনো চিরদিন অম্লান থাকে! 

আমি বলতাম, তাই কি হয়!  আজ যা আছে কালও কি তাই থাকে! 

বয়েসের সাথে সাথে মনের জোয়ারেও ভাটা পড়ে যে!

তুমি বলতে, না না আমার দিয়ার মন চিরকাল যৌবনের উদ্যম ঢেউ তোলপাড় করবে, তার কখনও বয়স বাড়বেনা,

তার কোঁকড়াচুলের ফাঁকে ফাঁকে পূর্ণিমার জোত্স্না খেলা করে বেড়াবে, 

সে যে আকাশ বড়ো ভালোবাসে,

সে যে তার জীবনের খোলা জানলাটা চিরকাল খোলা রাখতে চায়, 

সে যে শরতের ভোরের শিশিরে পা ডুবিয়ে হাঁটতে ভালোবাসে, 

সে যে বসন্ত ফাল্গুনের মাতাল সমীরণে মাতাল হয়ে যায়, 

তার জীবনের আলো তো কোনদিন ম্লান হবেনা, 

তা চিরজীবন অম্লান থাকবে,

অন্ধকারকে তার যে বড়ো ভয়! 

আমি বলতাম, জীবন টা তো কবিতা নয় অনন্ত, 

জীবনের যুদ্ধে আলো অন্ধকার দুই জ্বলে ওঠে সমান্তরাল রেখার মতন,

কখনও প্রবল ঝড়ে ঘরের সমস্ত আলো নিভে গিয়ে নেমে আসে গভীর অন্ধকার, 

আবার সেই অন্ধকার হাতড়ে জ্বালতে হয়ে দীপের আলো, 

হাওয়ার দাপটে হয়তো বার বার নিভে যাবে প্রদীপ, 

বারবার সেই প্রদীপের শিখায় তেল দিয়ে নতুন আলো জ্বেলে দিতে হয়, 

ঝড়কে জয় করে, অন্ধকারে আলো জ্বালিয়ে দেওয়াও যে জয়ের মালা অনন্ত! 

কি জানি, আমি তোমার মতন এতো গভীর ভাবনায় তলিয়ে যেতে চাইনা দিয়া, 

আমি চাই এই বৃষ্টি ভেজা সন্ধ্যার স্মৃতিটা যেনো হাজার ঝড়বাদলের রাতেও ম্লান হয়ে না যায়, 

এই স্মৃতি টুকু না হয় আলো হয়েই থাক তোমার আমার জীবনের সরলরেখায়,

বেশ, মেনে নিলাম তোমার কথা, তাই থাকবে। 

অনন্ত আজও সেই ভাদরের রিমিকিঝিমিকি সন্ধ্যা, আমার স্মৃতি প্রজ্জ্বলিত, 

তোমারও কি তাই!  বলো না তোমারও কি তাই!  

না কি সব হারিয়ে গেছে প্রাচুর্যের বিলাসবহুল জীবনের অন্দরে হুইস্কির গ্লাসের সাথে!!