বন্দী খাঁচায়শৈবাল সরকার06/08/2020
নিভিয়ে রাখো জ্বলছিল যে প্রদীপটা,ব্যথার মুখ খালি পড়ে প্রলেপ লাগাও অন্য কোথা।আঁধার জ্বলে ঘরে ঘরে,লোক দেখানো আলোর শিখা।ভ্রান্ত পথে মরছি ঘুরে যেমন তুমি দিচ্ছো চাল,বাইরে থেকে ঝলমলে সব অন্তরে তার ভীষণ আ…
বন্দী খাঁচায়
শৈবাল সরকার
06/08/2020
নিভিয়ে রাখো জ্বলছিল যে প্রদীপটা,
ব্যথার মুখ খালি পড়ে প্রলেপ লাগাও অন্য কোথা।
আঁধার জ্বলে ঘরে ঘরে,
লোক দেখানো আলোর শিখা।
ভ্রান্ত পথে মরছি ঘুরে যেমন তুমি দিচ্ছো চাল,
বাইরে থেকে ঝলমলে সব অন্তরে তার ভীষণ আকাল।
রোজই মরি একটু করে আসলে ঐ বাঁচার আশায়,
চলছি,তুমি যেমন টান বন্দী আছি তোমার খাঁচায়।
মেকি ভাবের ঢেলা খেয়ে,
ছুটছি মোরা এ ডাল সে ডাল,
সবার এবার হবে ভালো মাথার ওপর হচ্ছে চাল।
চোখ ঘুরিয়ে অন্য আলো দেখায় শুধু সমকাল,
ভালো আছি ভালই আছি ভাবতে ভাবতে গেলো কাল।