Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

স্বপ্ন সম্পর্কে/ কাশীনাথ মণ্ডল   11/ 08 / 2020
স্বপ্ন সম্পর্কে প্রাচীন অন্ধকার মাইলের পর মাইল বলে যেতে পারেভাঙা জানালার গজকাঠীএকটি কাচের শববাহক গাড়ি স্বপ্নের পোশাক সম্পর্কে বলে যেতে পারেথর অথবা গোবি মহাশূন্য  জগৎ পর্যন্ত ঝড়ের গতিত…

 

স্বপ্ন সম্পর্কে/ কাশীনাথ মণ্ডল   11/ 08 / 2020


স্বপ্ন সম্পর্কে প্রাচীন অন্ধকার মাইলের পর মাইল বলে যেতে পারে

ভাঙা জানালার গজকাঠী

একটি কাচের শববাহক গাড়ি স্বপ্নের পোশাক সম্পর্কে বলে যেতে পারে

থর অথবা গোবি মহাশূন্য  জগৎ পর্যন্ত ঝড়ের গতিতে স্বপ্ন বসায়

এ পর্যন্ত স্বপ্নের চোখ আঁকা চলছে

তারপর পূর্ণাঙ্গ শরীর ও শিফন বস্ত্র আঁকা হবে


একটি সিঁড়ি উর্ধের দিকে বায়ু সন্ধানে রত

তার গায়ে অন্ধকার জোনাকি অন্ধকার কাচ

তার গায়ে একটি স্বপ্ন এবং এস্রাজ খোদাই করা বহুদিন বহুকাল জীবিতের দৈর্ঘ অবধি

স্বপ্নের বাসাবাড়ি এবং চিলেকোঠার কতপ্রকার রঙ শূন্যকে বলতে বলেছি


একটি স্ট্রেচার একটি শবদেহ স্বপ্ন খোঁজার তোড়জোড় করছে

বস্তুত ভগ্নস্তুপের উপর দাঁড়িয়ে কেউ কেউ বিদেহ পর্যন্ত স্বপ্ন অনুসারী