Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

*ওড়েনি হৈমন্তী হাওয়া* 
           অসীম দাস 
এসো , প্রেমের বিশুদ্ধ রণসজ্জায়  সাজিয়ে দিই তোমার সাহসী বিম্বাধর । বেরিয়ে এসো ভীতু দূর্গ প্রকোষ্ঠ ছেড়ে  নীলশুভ্র আকাশ প্রাঙ্গনে ।  কতদিন তোমার পোশাকি খোঁপায়  ওড়েনি হৈমন্তী হাওয়া । সুচারু পালঙ্কে…




*ওড়েনি হৈমন্তী হাওয়া* 

           অসীম দাস 

এসো , প্রেমের বিশুদ্ধ রণসজ্জায় 
সাজিয়ে দিই তোমার সাহসী বিম্বাধর ।
বেরিয়ে এসো ভীতু দূর্গ প্রকোষ্ঠ ছেড়ে 
নীলশুভ্র আকাশ প্রাঙ্গনে । 
কতদিন তোমার পোশাকি খোঁপায় 
ওড়েনি হৈমন্তী হাওয়া ।
সুচারু পালঙ্কের ব্যস্ত বাজুতে 
তোমাকে একদমই মানায় না ।

এইতো দুর্বো শিশির হীরকে সাজিয়ে 
রেখেছি প্রণত প্রান্তর ।
খুলে দাও চুলের দিগন্ত বিস্তার ,
কতদিন তুমি খড়ির গন্ডী ভাঙ্গা 
প্রশান্ত নির্ঝর কলকল প্রমত্ত হাসোনি ।
স্বপ্নিল নীলকান্ত ভোরে 
অবিচ্ছিন্ন ছলছলাৎ ঢেউ এর সোহাগে 
উজ্জ্বল আদিগন্ত সাঁতার কাটোনি কতকাল ! 

এসো , জরদ্-গব বয়সী অভিজ্ঞতা ধুয়ে 
তোমাকে নিশ্চিন্দি নির্জন 
কপালকুণ্ডলা করে দিই আবার !