Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দহন 
মৃত্যুঞ্জয় সরকার 19/08/20---------------------ঘুম তো আসে না কিছুতেই আজ বুকের ভিতর চাপ চাপ কষ্ট দানা বেঁধে আছে, মানবতা খুঁজি তুমিও দীর্ঘশ্বাসে,মৃত্যুর লেফাফা বিলাও                    কাক ভোরে.....
এ ভাবেই যদি কেটে যায় অযুত নিযু…



দহন 


মৃত্যুঞ্জয় সরকার 

19/08/20

---------------------

ঘুম তো আসে না কিছুতেই আজ 

বুকের ভিতর চাপ চাপ কষ্ট 

দানা বেঁধে আছে, মানবতা খুঁজি 

তুমিও দীর্ঘশ্বাসে,মৃত্যুর লেফাফা বিলাও                    কাক ভোরে.....


এ ভাবেই যদি কেটে যায় 

অযুত নিযুত কাল আমাদের 

এ ভাবেই যদি মৃত্যুর কবর খুঁড়ি 

সামনে বসে যমদূত তাড়া দেয়... 


দিশেহারা কলজে কেঁপে ওঠে 

 উপলব্ধি করি দুহে ব্রহ্ম জ্ঞান আত্মশুদ্ধির দানমঙ্গল 

কজন পারে নিজেকে হত্যা করতে 

জীবন্ত ক্যানভাসে রক্ত ছড়াতে... 


চলো আগুনের হল্কা হয় 

ভগ্ন পিঞ্জর, এই নিটোল প্রেম 

উপার্জিত জীবন দর্শন 

তুলে দি আগামী প্রজন্মের হাতে। 

------------------------------------------

 সর্বস্বত্ব @মৃত্যুঞ্জয় 

------------------------------------------