শেষ বর্ষায়.... *************
বরষা শেষে বৃষ্টি এসে করলো ছেলেখেলা, শহর বুকেই চলবে আবার গাড়ির বদলে ভেলা।
জল ঠেলে ঠেলে স্কুল কলেজ আর অফিস যাবার পালা, রাস্তা এখন একগলা জল ঠিক যেন নদীনালা।
তিলোত্তমার তিল তিল রূপে,ধোঁয়া ধুলো আর কাদা, অঝ…
শেষ বর্ষায়....
*************
বরষা শেষে বৃষ্টি এসে করলো ছেলেখেলা,
শহর বুকেই চলবে আবার গাড়ির বদলে ভেলা।
জল ঠেলে ঠেলে স্কুল কলেজ আর অফিস যাবার পালা,
রাস্তা এখন একগলা জল ঠিক যেন নদীনালা।
তিলোত্তমার তিল তিল রূপে,ধোঁয়া ধুলো আর কাদা,
অঝোর বারিষ ধুয়ে মুছে করলো তাকে সাদা।
জগতজননী আসার আগেই বিদায় নিও সাময়িক,
নীল-সাদা মেঘ, শিউলি কাশে ভরে যায় যেন চারিদিক।
মাঘের শেষে এসো বৃষ্টি, রাজা-রানীর দেশে হোক পূণ্য
খনার বচন সত্যি করে, করো দেশকে ধন্য।
****তুলি মুখার্জি চক্রবর্তী ****