Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ _কবিতাশিরোনাম _ সূ র্য বো ধকলমে _ চিরদীপ দেতারিখ _ 20/08/2020==========================তিক্ত রোদে - প্রেম হাসে'নাআমার আবার রোদে'র ধাত,কথায় কথায় প্রেমকে হারা'ইতোমরা ভাবো কিস্তিমাৎ ||
আমার প্রেমে - চাঁদ ভাসে'না…

 

বিভাগ _কবিতা

শিরোনাম _ সূ র্য বো ধ

কলমে _ চিরদীপ দে

তারিখ _ 20/08/2020

==========================

তিক্ত রোদে - প্রেম হাসে'না

আমার আবার রোদে'র ধাত,

কথায় কথায় প্রেমকে হারা'ই

তোমরা ভাবো কিস্তিমাৎ ||


আমার প্রেমে - চাঁদ ভাসে'না

ভীষণ রোদে'র প্রখর তাপ,

সেই তাপেতে'ই প্রেমকে সেঁকি

চাঁদের সাথে নেই আলাপ ||


বৃষ্টি গুঁড়ো - তোমার থাকুক

আমার থাকুক রোদছবি,

কবির জন্য মেঘলা আকাশ 

আমার জন্য রোদ'রবি ||


ঝড় বা বাদল তোমায় ভাবাক

বৃষ্টি তোমার শরীর ছুঁক,

কলম প্রেমে'র কাব‍্য লিখুক

রোমন্থনে'র অলীকসুখ ||


ফুল বা কুঁড়ি তোমার থাকুক 

ও'সব তোমায় মানায় বেশ,

আমার আলোয় সবুজ বাঁচুক

পাতা'য় সালোক সংশ্লেষ ||


তাই বৃষ্টি দিনে'র ওই প্রেমেতে

আমার থাকুক হলদে রোদ,

তোমরা থেকো জলছবিতে'ই

আমার  জাগুক  সূ র্য বো ধ ||