Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#পরমের ধ্যান
বুকের ভেতর  থাকে ফাগুন বন-তাকে স্বপ্নে সাজায়,অর্চিত করি পুষ্প বাহার।তারপর একসাথে অবগাহন করি গভীর জলে।দেখি সেখানে একটা কাঞ্চনপ্রভা লুকিয়ে আছে।আমার মনের রৌদ্র কিরণ দিয়ে শুদ্ধ করি তাকে,জমে থাকা মেঘেরা সব সরে যায় ফাগুন…

 

#পরমের ধ্যান


বুকের ভেতর  থাকে ফাগুন বন-

তাকে স্বপ্নে সাজায়,

অর্চিত করি পুষ্প বাহার।

তারপর একসাথে অবগাহন করি গভীর জলে।

দেখি সেখানে একটা কাঞ্চনপ্রভা লুকিয়ে আছে।

আমার মনের রৌদ্র কিরণ দিয়ে শুদ্ধ করি তাকে,

জমে থাকা মেঘেরা সব সরে যায় ফাগুনের ঝরে।

তখন সেই নির্মল জ‍্যোতিতে স্নান হবে আমার।

শুদ্ধতার গোপন টানে ভেসে যাবে সেইসব অশুদ্ধতার ঘড়া।

আমি জানি এ কথা।

যে প্রভুকে দেখিনি কোনদিন,

কি করে জানবো তার পূজার নিয়ম?

বুকের ভেতরে আছে পরমের ধ্যান-

তাকে আমি চিনে নিতে পারি অনায়াসে।

                                                          তনুশ্রী গরাই