অগ্নি শুদ্ধি
প্রবীর কুমার চৌধুরী
চিতায় একপ্রস্থ কাঠ সাজিয়েছে সময়
তার উপর চির বিদায়ের একটাই দেহ
আগে-পিছে নিঃসম্বল একাকী
এতো যে আমার আমার আজ নেই-নেই কেউ নেই।
ভেজা কাঠের ধোঁয়ায় চোখ জ্বলে
শুধু স্মৃতির আঙিনাই কেঁদে বলে সে নেই
মৃতমান…
অগ্নি শুদ্ধি
প্রবীর কুমার চৌধুরী
চিতায় একপ্রস্থ কাঠ সাজিয়েছে সময়
তার উপর চির বিদায়ের একটাই দেহ
আগে-পিছে নিঃসম্বল একাকী
এতো যে আমার আমার আজ নেই-নেই কেউ নেই।
ভেজা কাঠের ধোঁয়ায় চোখ জ্বলে
শুধু স্মৃতির আঙিনাই কেঁদে বলে সে নেই
মৃতমানুষ কালো ধোঁয়ায় উঠছে,উঠছে উপরে
পঙ্কিল আদি গঙ্গা,পবিত্রতায় ভিজিয়ে স্বর্গলাভ।
গঙ্গার জল দূষিত না পবিত্র -
তাই নিয়েই অহর্নিশি টিক্কি-অটিক্কির বিবাদ ।
কুয়াশায় মোরা, একদলে হরিসংকীর্তন -
নেশায় নেশায় শোক উপছায়।
আমার অভস্মীভূত দেহাংশের নাভিকুন্ডলি আর -
এতযে নাটক,জীবনকাব্য,শেষে লকলকে শিখা দুলছে শুধু দুলছে,
ছড়ানো-ছিটানো রক্ত,রস এ মাটিতেই থাকনা পড়ে
উপরের কালিদাস হাঅন্ন ,অভুক্ত , সেই হোক তবে তৃপ্ত ।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।