চুয়াত্তরের প্রশ্ন কলমে - অঞ্জনা দেবনাথ
স্বাধীনতা তোমার জন্য আমার বাবা করেছিল বুকের রক্ত দান
চুয়াত্তরে এসে তুমি আজো মৃত্যুর সঙ্গীন বুকেতে শেল হানে। রাতের গভীরে ' মরণ - যজ্ঞ ' চলে নিত্য ,কোথাও লাঞ্ছিত কোথায় হারায় ব্যক্তিত্ব…
চুয়াত্তরের প্রশ্ন
কলমে - অঞ্জনা দেবনাথ
স্বাধীনতা তোমার জন্য আমার বাবা করেছিল
বুকের রক্ত দান
চুয়াত্তরে এসে তুমি আজো
মৃত্যুর সঙ্গীন বুকেতে শেল হানে।
রাতের গভীরে ' মরণ - যজ্ঞ ' চলে নিত্য ,
কোথাও লাঞ্ছিত কোথায় হারায় ব্যক্তিত্ব ।
সৈনিকের রক্তাক্ত দেহ চৈতন্যের আশ্রয় অস্তাচলে
একাকী মায়ের ফ্যাকাশে শরীর, মুখ
মেয়ে না বোন! না কি শুধুই নারী ! ?
প্রসাধনের প্রতিযোগিতা কুৎসিত বিকৃত মুখ ঢাকার চেষ্টা
পচা শবের দুর্গন্ধ ঢাকার জন্য
সুগন্ধি ঢালে ।
পাপড়ি খসে পড়া নিষ্কোসিত তরবারির মতো হৃদয় কে আঘাত করে ।
শয়তানের কাছে মস্তিষ্ক ভিক্ষা চেয়ে
হৃদয়ের শিরদাঁড়া মুচরে পড়ে
অকালে ঝড়ে গেল 'পাপড়ি '।
আজ কি কলমের যৌবনে বার্ধক্যের স্বপ্ন ?
চুয়াত্তর বছরে স্বাধীন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিটি মাইলস্টোনের কাছে প্রশ্ন ?
কখনো পয়ার ছন্দে, কখনো - অমিত্রাক্ষরে বা ক্ষিপ্র মাত্রাবৃত্ত ।
চুয়াত্তরে স্বাধীন ভারতবাসী !!
জয়হিন্দ 🙏🙏