#দৈনিক_সাহিত্য_সম্মাননা#বিভাগ_কবিতা#শিরোনাম_আমার_সে_বাংলা_কই#কলমে_বীরেন_আচার্য্য#১৮ই_আগষ্ট_২০২০
আমার সে বাংলা কই ?------------------------------আদর্শ যে আদর্শচ্যুত , দংশায় না আর বিবেক সত্য করে দাসত্ব ওই - মিথ্যার রাজবাড়িতে ; ভ…
#দৈনিক_সাহিত্য_সম্মাননা
#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমার_সে_বাংলা_কই
#কলমে_বীরেন_আচার্য্য
#১৮ই_আগষ্ট_২০২০
আমার সে বাংলা কই ?
------------------------------
আদর্শ যে আদর্শচ্যুত , দংশায় না আর বিবেক
সত্য করে দাসত্ব ওই - মিথ্যার রাজবাড়িতে ;
ভাটির টানে জীবন ভাসে অপ্রাপ্তির দহনে
তবু ছন্দহীন পথ চলা অভিনয়ের হাসিতে ।
সম্পর্কগুলো আলগা হয় ভোগের আতিশয্যে
ঐক্যের গাছে ধরে না ফুল আর আগের সেই মত;
লোভ-লালসা-হিংসায় মত্ত ক্রুদ্ধ মানবতা
বঙ্গ- আত্মা অশ্রুসিক্ত লজ্জায় অবনত ।
আধুনিক সব মনে প্রাণে মত্ত সবে স্বার্থগানে
মায়ের পেটেই জায়গা শিশুর, মায়ের ঠাঁই নেই ঘরে ;
'ঐক্য ', ' বাক্য 'গেছি ভুলে ইংরাজিই তালে
সভ্যতারই দ্বিপদ পশু সভ্যতারই বড়াই করে ।
ইতিহাসটা ছিল না এমন ছিল শান্তির ঘর
নবান্ন এসে ডাকতো ভাই, মেলা খেলায় মিলন ;
একান্নবর্তী মনটাতে কেউ তো ছিল না পর
' সোনারতরী ' বোঝাই হবে কেউ করেনা পণ ।
স্বপ্নের সে শান্তিনিকেতন কই বাংলার ইতিহাসে
মিরজাফরের দেশপ্রেমে আজ গর্ব ধূলিসাৎ ;
রঙে রঙে রঙ মিশিয়ে রঙের খেলা যে ভাই
বাংলার ইতিহাসটা ঝাঁঝরা সবই তো আত্মসাৎ ।