Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#মানবতা_আমায়_ক্ষমা_করো 
( #মহিন )
শত শত আগ্নেয়গিরি ঘুরে এসে , তাদের বুক থেকে আগুন কুড়িয়ে এনেছি তবে দেখো সেই আগুনে  আজও তোমার মতো কাউকে সৃষ্টি করতে পারিনি , 
তাইতো আগ্নেয়গিরি গুলো আজও আমাকে ক্ষমা করেনি ! 
ব্যাবিলনের শূন্য উদ্যানে শুধু…

 


#মানবতা_আমায়_ক্ষমা_করো 


( #মহিন )


শত শত আগ্নেয়গিরি ঘুরে এসে , তাদের বুক থেকে আগুন কুড়িয়ে এনেছি 

তবে দেখো সেই আগুনে  আজও তোমার মতো কাউকে সৃষ্টি করতে পারিনি , 


তাইতো আগ্নেয়গিরি গুলো আজও আমাকে ক্ষমা করেনি ! 


ব্যাবিলনের শূন্য উদ্যানে শুধুই শূন্যতা গ্রাস করেছে আমাকে , আজও তোমার জন্য একটা ফুলও আমি তুলে আনতে পারিনি , পারবে কি শেষ বারের মতো ক্ষমা করতে ? 


রোমান সম্রাটদের হাতে বার বার ক্ষতবিক্ষত হয়েছি , যুদ্ধভূমিতে আজও লেগে আছে আমার রক্তের দাগ , 

কতসব বড় বড় নাম তাদের , 

ইতিহাস জুড়ে এখনো তাড়া বিখ্যাত হয়ে আছে , 

আমি নিতান্তই তুচ্ছ তাদের কাছে , 

ইতিহাস কোন ছাড় , আজও তোমার শরীরে একফোটা রক্ত দিতে পারিনি , 

নির্লজ্জ ইতিহাস হয়তো তাদের ক্ষমা করেছে , 

আমাকেও ক্ষমা করবে তো ! 


বার্লিন প্রাচীর ভেঙে গেলো , 

মিলেমিশে এক হয়ে গেলো পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি , 

বিশ্বযুদ্ধ জুড়ে শুধুই অশ্ব শক্তি আর মিত্র শক্তির হুংকার , 

মানুষের হতেই ধ্বংস হলো মানুষেরই বানানো সভ্যতা, 

পুরাতন ধ্বংসস্তূপের আগুন এখনো ধিকিধিকি জ্বলে, 

আমি তোমার দেহাবশেষ কে আজও একত্রিত করে পুনরায় প্রান প্রতিষ্টা করতে পারিনি , পারবে কি আমায় শেষ বারের মতো ক্ষমা করতে? 


আমাজন কে আমি জ্বলতে দেখেছি , শিখে নিয়েছি নিকোটিন দিয়েও কেমন করে ফুসফুস জ্বালাতে হয় , 

মহামারীর শেষে তোমাদের ভাষায় উন্নতশীল দেশে , 

শিউরে উঠি দেখে , এক অন্তঃসারশূন্য পরিবেশনা , 

হয়তো এবার আমরাই পালা ! 

তোমার কাছে অনেকটা ঋনী থেকে গেলাম , পারবে কি আমায় ক্ষমা করতে ! 


ওই দেখো , মন্দির , মসজিদ , গীর্জায় তালা বন্ধ , 

যার যার আরাধ্য দেবতা এসে ফিরে যায় , ধর্মের দরজায় , 

আমি তখন কি জানতাম সিন্ধু সভ্যতায় আমারও নাগরিকত্ব নিয়ে এখনোও তোমরা প্রশ্ন করবে ? 


বিশ্ব মানবতা ! 

তবুও বলবো ভালো থেকো !