Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

নিষিদ্ধ জলসার আমন্ত্রণকলমে :- লক্ষ্মী কান্ত দাস০৬.০৮.২০২০অনেক দিন বাদে , অনেকক্ষণ ধরে, বৃষ্টি পড়া দেখছি , উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কাকভেজা মানুষের মাঝে, নুপুরের রিনিঝিনি অবিরাম শব্দ করে আকাশটাকে প্রায় নিঃস্ব করে ঝরে পড়ছে ঋতু সু…

 


নিষিদ্ধ জলসার আমন্ত্রণ

কলমে :- লক্ষ্মী কান্ত দাস

০৬.০৮.২০২০

অনেক দিন বাদে , 

অনেকক্ষণ ধরে, 

বৃষ্টি পড়া দেখছি , 

উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, 

কাকভেজা মানুষের মাঝে, 

নুপুরের রিনিঝিনি অবিরাম শব্দ করে আকাশটাকে প্রায় নিঃস্ব করে ঝরে পড়ছে ঋতু সুন্দরী , 

আহামরি অপরূপা যেন পৃথিবীর বুকে , 

স্বর্গীয় আনন্দে আত্মহারা নৃত্য করে বিগলিত , বাঁধভাঙা ,সৃষ্টির গানে । 

নিজেকে বাঁচানোর আড়াল দিয়েও বাঁচাতে পারি না তার আত্মনাশের বাষ্পীয় ছোঁয়া হতে , 

নিসর্গের কোন সুর তাল লয়ে সে নৃত্য করে জানা নেই,

 তবু দেহ মনে ছোঁয়া পাই রোমাঞ্চের, 

ভেতরে মেঘদূত নিংড়ে সিঞ্চিত হয় মনে অকারণ বারি , 

সকরুণ ভালোবাসা , 

আমার ভেতরে আমি কোনদিন দেখতে পাইনি , 

কিন্তু এখন দেখতে পাচ্ছি ঘনমেঘ বৃষ্টিতে গলে পড়ছে , 

আমার নিষেধের ছাদ ভেঙে একফালি শ্রাবনীর সলজ্জ চাঁদ , 

আমার মনের আকাশে , 

মেঘের ঘোমটার ফাঁকে , 

আমাকে ডাকে হাতছানি দিয়ে , নিষিদ্ধ জলসাঘরে ।