Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনামঃ"হারানো সুর"কলমে-স্বপন কুমার সরকার।          (০৮.০৮.২০২০)
সময়ের ধারাপাতে অংকটা কঠিন     সূত্রের অনুশাসন ছন্নছাড়া;পাড় ভাঙা নদী ধ্বংসাত্মক সঙ্গিন       যুগের হুজুগে বাঁধনহারা।
তরী ডুবু ডুবু, তবুও বাঁচবার উচ্চাশা …

 


শিরোনামঃ"হারানো সুর"

কলমে-স্বপন কুমার সরকার।

          (০৮.০৮.২০২০)


সময়ের ধারাপাতে অংকটা কঠিন

     সূত্রের অনুশাসন ছন্নছাড়া;

পাড় ভাঙা নদী ধ্বংসাত্মক সঙ্গিন

       যুগের হুজুগে বাঁধনহারা।


তরী ডুবু ডুবু, তবুও বাঁচবার উচ্চাশা

      একা,শুধু একলার জীবন!

আকাশ কুসুম কল্পনায় নিতান্ত নিরাশা

      উল্লাস আর একতাই মরণ।


প্রানে আর গান নেই,রুদ্ধ কন্ঠস্বর

     মিলে মিশে সব ঢপকীর্তন,

নেই রূপচাঁদ পক্ষী,ওগো ভুবনেশ্বর

    মন্থর আজ প্রানের স্পন্দন।


গার্হস্থ্যে ক্লেদ,কলিমা পার্থিব জীবনে

     যান্ত্রিকতায় বিকল পরম্পরা;

হারানো সুর ,ফিরে কি পাবে মননে

      সৌন্দর্য মলিন উপভুক্তাহারা।

🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️