Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#বৃত্তের_ঘেরাটোপে
প্রতিদিন মেয়েটির অন্তঃকোণ ক্ষতবিক্ষত হয় বাস্তবিক টানাপোড়নেস্রোতের একধারায় বয়ে চলে কেজো দুনিয়ার সংঘাতস্রোতের অন্যধারায় বাহিত হয় সৃজনশীল সত্ত্বার নিগূঢ় হাতছানি।
গাঢ় অন্ধকারের নিবিড় আশ্লেষণে শ্বাসরোধ করে যাপিত সময়।শ…

 



#বৃত্তের_ঘেরাটোপে


প্রতিদিন মেয়েটির অন্তঃকোণ ক্ষতবিক্ষত হয় বাস্তবিক টানাপোড়নে

স্রোতের একধারায় বয়ে চলে কেজো দুনিয়ার সংঘাত

স্রোতের অন্যধারায় বাহিত হয় সৃজনশীল সত্ত্বার নিগূঢ় হাতছানি।


গাঢ় অন্ধকারের নিবিড় আশ্লেষণে শ্বাসরোধ করে যাপিত সময়।

শৃঙ্খলিত প্রহরের ঘণ্টাধ্বনি দংশন করে স্রষ্টার বুক।

রান্নার সুতীব্র ঝাঁঝে বর্ণমালার চোখ হয়ে ওঠে লাল,

কাঁপা আঙ্গুলগুলো সেই যন্ত্রণা মুছে দিতে চায় নিবিষ্ট মমতায়।


নিরন্তর দামামা বাজিয়ে পাঁজরের মধ্যিখানে চলে হাতাখুন্তি ও পেনের জীবন্ত লড়াই!

কর্ম মিছিলের বর্মে জড়ানো মেয়েটির রক্তাক্ত হৃদয় 

নীল আকাশ খোঁজে বন্ধ মনের ভাঙ্গা অলিন্দে।


রান্নাঘরের জানালার ধারে লতিয়ে ওঠা শ্বেত মাধবীলতা গাছটায় 

যখন দুটো কপোতকপোতী আবেশে দোল খায়, 

তখন তার মরচে রঙা কলম ছুতো খোঁজে দুজনের মগ্ন প্রেমের গল্প লেখার।

হঠাৎ প্রেসার কুকারের আর্তনাদে খানখান হয়ে যায় সযত্নে সাজানো কথামালা।


সারাদিন উজানভাটিতে নৌকা ঠেলে দিনান্তে দুটি শ্রান্ত সত্ত্বার মিলন ঘটে স্তব্ধ রাতের নির্জন কোণে।

সৃজনের ঘরে জ্বলে ওঠে বাতি,

টেবিল ল্যাম্পের লাজুক আলোয় রাঙিয়ে যায় স্রষ্টার নিশ্চল কলম

নববধূর সাজে খাতার সাদাপাতা প্রতিটি মুহূর্ত অপেক্ষা করে উজাড় করা শব্দের আলিঙ্গনে গর্ভিণী হওয়ার।


তবু বারবার ঘড়ির পেন্ডুলামের মত দুলতে দুলতে,

কেন যেন তার মনে হয় সৃষ্টির অতলে ডুব দেওয়ার, 

চিচিংফাঁক মন্ত্রটাই বুঝি হারিয়ে গেছে বৃত্তের নিশ্ছিদ্র ঘেরাটোপে !!


.......শম্পা