#অভিমানী_অপেক্ষা✍ শৈলেন মন্ডল২৪.০৮.২০২০
তোমার অভিমানের মতো আকাশটাও বেশ অনেকটাই মুখ ভার করে আছে।
একপশলা বৃষ্টি এলেও আসতে পারে। সলাজ জীর্ণ আঁখিপাতের কাজলটাও ভালো করে পরে নিয়েছি।অব্যক্ত গহীন মনের যন্ত্রনাটাও আবার তীব্র আকার নিয়েছে। রক…
#অভিমানী_অপেক্ষা
✍ শৈলেন মন্ডল
২৪.০৮.২০২০
তোমার অভিমানের মতো আকাশটাও বেশ অনেকটাই মুখ ভার করে আছে।
একপশলা বৃষ্টি এলেও আসতে পারে।
সলাজ জীর্ণ আঁখিপাতের কাজলটাও ভালো করে পরে নিয়েছি।
অব্যক্ত গহীন মনের যন্ত্রনাটাও আবার তীব্র আকার নিয়েছে। রক্তক্ষরণের স্রোতটাও কেমন উন্মাদের মতো বয়েই চলেছে।
শরতের আকাশে কতো আদর মাখা মেঘ ভাসে আবার চোখের সামনে দিয়েও ভেসে ভেসে যায়।
তোমার আমার স্বপ্নমাখা কতোই না রঙিন ছিল,আজ কেমন বড়ো ফ্যাকাশে হয়ে গেছে।
ঝুল বারান্দায় গিয়ে আজও কেমন পথ চেয়ে থাকি। তোমার আসার আর সময় হোলো না!
স্মৃতির বিষন্নতায় বিভোর হয়ে থাকা মন আজ সুদূর নীল আকাশে আর ডানা মেলে না। নভনীল আকাশ গগণে শুধুই শূণ্যতা আর শূণ্যতা।
কালো মেঘের কানাগলি বেয়ে আসে অমোঘ বিদ্যুতের ঝলকানি। আগের মতো দুরুদুরু ভয়ে কাতর হয়ে তোমার বুকে লেপ্টে যেতে পারি না।
কেমন যেন নিশ্চয়তায় নিরাপত্তার অভাবে চমকে উঠি।
আজও অনুভব করি তোমার উষ্ণ রোমশ বুকে লেপ্টে যাওয়া পরম আলিঙ্গনের সংগোপন।
এখন আর খেতে ইচ্ছে করে না আর রাতে ঘুম আসে না।
প্রচন্ড ঘুম কেথায় যেন হারিয়ে গেছে। আধো জাগা ঘুমের মাঝেও শুধু তোমায় দেখতে পাই।
তোমার ছবিটা রঙিন বায়োস্কোপের মতো দেখি শুধু দেখি। ঠিক যেন লিওনার্দো দ্য ভিঞ্চির অবয়ব মোনালিসা।
তোমায় ভাবনার অবসরে বুকটা কেমন যেন ধড়পড় করে আর মাঝে মাঝে খুব দীর্ঘ নিঃশ্বাস পড়ে। শরীরটা কেমন অস্হির অস্হির মনে হয়।
এসব শুনলে তুমি নিশ্চয় বলতে বদ্ধ পাগল আমি।
দেখো, একদিন হয়তো সবকিছুই ওভারকাম করবো। অপেক্ষার পর আবারও তুমি আসবে আবারও তোমায় বলবে ভালবাসি ভালবেসে।