Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

তৃতীয় হাত
পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় 
২৯/০৮/২০২০
তৃতীয় হাত আসতে আসতে প্রায় সকলেই বার করলো,
আসলে ক্ষীর শেষ হলে বাটির খবর আর কে রাখে!
এটাই বোধহয় জগতের নিয়ম।
দু-একজন ব্যতিক্রমী ছাড়া,
যারা প্রমান করলো এখনো পৃথিবী জীবিত,
সূর্যোদয় সূর্যাস্ত এখনো হয়,…

 


তৃতীয় হাত


পৃথ্বীশ গঙ্গোপাধ্যায় 


২৯/০৮/২০২০


তৃতীয় হাত আসতে আসতে প্রায় সকলেই বার করলো,


আসলে ক্ষীর শেষ হলে বাটির খবর আর কে রাখে!


এটাই বোধহয় জগতের নিয়ম।


দু-একজন ব্যতিক্রমী ছাড়া,


যারা প্রমান করলো এখনো পৃথিবী জীবিত,


সূর্যোদয় সূর্যাস্ত এখনো হয়, নিয়মিত।


তবে বাটিতে যখন ক্ষীর ছিল,


লালায়িত জিহবা বের করে ছিলো সবাই,


তৃতীয় হাত লুকিয়ে রেখে, 


এখন ক্ষীরবিহীন বাটিতে আর কি হবে?


দু একজন ব্যতিক্রমী ছাড়া,


যারা প্রমান করলো এখনো পৃথিবী জীবিত,


সূর্যোদয় সূর্যাস্ত এখনো হয়, নিয়মিত।


তবে মিথ্যের সত্যি গল্পে ফাঁক অনেক,


নির্লজ্জ তৃতীয় হাত সূর্যালোকের মতন দৃশ্যমান,


তা দেখে গন্ডারও মুচকি হাসে,


কিন্তু তাতে কি? 


শুধু দু-একজন থেকে গেলো,


বরাবরের মতোই,--


নিঃশব্দে ব্যতিক্রমী হয়ে।।