Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ  : কবিতা শীর্ষক  : পথে মিশে আছে কলমে : শঙ্কর 
যে সব কথাদের বাসা ছিলো কোন গোপন হৃদয়ে আজ পথে মিশে আছে তাঁরা উদ্বাস্তুরা শরণার্থীর খাতায় নাম তুলে আসে প্রাপ্যের চেয়ে যদি নেয় কেও বেশী হৃদয়ের ঘর পেলেও পাবে দুপুরের ঘাম রাতের জোৎস্ন…

 



বিভাগ  : কবিতা 

শীর্ষক  : পথে মিশে আছে 

কলমে : শঙ্কর 


যে সব কথাদের বাসা ছিলো কোন গোপন হৃদয়ে 

আজ পথে মিশে আছে তাঁরা 

উদ্বাস্তুরা শরণার্থীর খাতায় নাম তুলে আসে 

প্রাপ্যের চেয়ে যদি নেয় কেও বেশী হৃদয়ের ঘর পেলেও পাবে 

দুপুরের ঘাম রাতের জোৎস্না মাখামাখি তাঁরা রাস্তার কোলে 

সব কথাদের ঘর হতে নেই, প্রতি ঘরের নিজস্ব কথা থাকে 

তুমি উপোসী ঝড়ের কথা শুধুই ভেবেছো , সে কিন্তু উপোসী হয় না 

পথে মিশে থাকা শরণার্থীর দল  ঘেমো জোৎস্না উদ্বাস্তু কথারা 

ঝড়ের গ্রাসে সবাই কেমন ছন্নছাড়া

ফ্রেমে বেঁচে থাকা কিছু মুহূর্তেরআজও বাড়েনি বয়েস 

নতুন করে মুহূর্তরা গড়ে ওঠেনি মিশে আছে পথে 

বেঁচে থাকা এক নিখুঁত পরিকল্পনা তাঁরাও জানে 

তবু তাঁরা বাঁচতে চায়নি পথে মিশে থেকে 

এক উপোসী ঝড়ের অপেক্ষায় তাঁরা গুনে যায় দিন