২৯/০৮/২০২০
বচন দোষে শত্রু বাড়ে - অমিতাভ মীর
বচন দোষে শত্রু বাড়ে বন্ধু সরে যায়,কখন কাকে কি বলা যায় শিখন বড় দায়।বলতে কথা সবাই জানে বোধের ক'টি হয়,কথার বিষে বিপদ আসে চলার পথে ভয়।
বাড়ের বাড় মারবে আড় ভোঁকাট হবে ঘুড়ি,নাটাই হাতে থাকবি…
২৯/০৮/২০২০
বচন দোষে শত্রু বাড়ে
- অমিতাভ মীর
বচন দোষে শত্রু বাড়ে বন্ধু সরে যায়,
কখন কাকে কি বলা যায় শিখন বড় দায়।
বলতে কথা সবাই জানে বোধের ক'টি হয়,
কথার বিষে বিপদ আসে চলার পথে ভয়।
বাড়ের বাড় মারবে আড় ভোঁকাট হবে ঘুড়ি,
নাটাই হাতে থাকবি বসে মারবে লোকে তুড়ি।
ভণ্ড বাবা সত্য থাবা সহজ মারা নয়,
মিথ্যা দিয়ে হয় না চাঁদু সত্য 'পরে জয়।
মুখের বুলি তপ্ত গুলি ফসকে গেলে বাপ,
ধরবে তেড়ে বাইরে ঘরে ভীষণ তরো চাপ।
ব্রজবুলির তরজা তুলি চাস কি পেতে পার,
চাণক বাড়ৈ আগলঝৈড় মিতালী বোঝা ভার।
আকাশ জুড়ে উঠলো ঝড় নৌকার ভাঙা হাল,
ফুঁসছে নদী ভাঙছে কূল জীর্ণ কাছি পাল।
হাতের বৈঠা হাতেই রাখ হালকে ধরে থাক,
একলা হবি একলা যাবি নিদান জেনে রাখ।
★★★★★★★
©অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ
২৮ আগস্ট ২০২০ খৃষ্টাব্দ।