কেউ কি আছো? প্রদীপ সেন আগরতলা, ১৮/০৮/২০
মনে হলো কারা যেন বলাবলি করছে... এমন তো হবার কথা ছিলনা। সবকিছু দিয়ে ওদের জন্যে এতো বড়ো উপহার রেখে এসেছি। আমাদের আর কি? যারা সব উৎসর্গ করে যেতে পারে হাসিমুখে তাদের নিজেদের কোন চাওয়া-প…
কেউ কি আছো?
প্রদীপ সেন
আগরতলা, ১৮/০৮/২০
মনে হলো কারা যেন বলাবলি করছে...
এমন তো হবার কথা ছিলনা।
সবকিছু দিয়ে ওদের জন্যে এতো বড়ো উপহার
রেখে এসেছি।
আমাদের আর কি?
যারা সব উৎসর্গ করে যেতে পারে হাসিমুখে
তাদের নিজেদের কোন চাওয়া-পাওয়া থাকে না।
তবুও প্রত্যাশা করে বসে আছি,
বহুমূল্য কোহিনূর যাদের জন্যে রেখে এলাম
তারা তার মর্যাদা রাখতে পারছে তো?
নাকি সেই মুক্তোর মালা বাঁদরের গলায় দিয়ে এসেছি!
কিছু ত্যাগ করেনি যারা
আর কিছু হোক বা না হোক
আমাদের দানটাকে আগলে রাখুক,
এ চাওয়াটা নিয়েই তো ফাঁসিতে ঝুলেছি
বুক পেতে নিয়েছি বুলেট,
তিলে তিলে মৃত্যুকে করেছি আলিঙ্গন সেলুলারে।
এখনো মানুষ কাঁদে ক্ষিদের জ্বালায়
লক্ষ বেকারের চোখে আগামী আঁধারে।
এখনো শোষক আছে নামাবলি গায়ে
এখনো মা-বোন কাঁদে আব্রু হারিয়ে।
এখনো যাদের আছে, আছে, যাদের নেই, নেই।
আমার দেশের মাটি এখনো নোনতা হয় প্রতিদিন
স্বপ্ন দেখে দেখে ক্লান্ত মানুষগুলো নিরাশার ঘুমে।
বাকপটু লোকগুলো নিদালি ছড়ায়
সাথিরা মধুর কন্ঠে ঘুম-পাড়ানিয়া গান গায়।
কেউ কি আছো, ওদের ঘুমটা ভাঙিয়ে দাও
হাল ধরো বেহাল ভেলার, নিশ্চিন্ত হয়ে ফিরে যাই।