Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-পাক্ষিক-সেরা-গল্প-সম্মাননা

(পাক্ষিক অনুগল্পের আসর)  শিরোনাম =আমার কোন বাড়ি নেই            কলমে= আশা সরকার           তারিখ = ১২।০৮।২০২০
আমায় চিনতে পারছো? আমি মানসী সেই ছোটবেলা থেকেই একটা নির্দিষ্ট ঠিকানা খুঁজে বেড়াচ্ছি।  কোনো হস্টেল নয় নিরাপদ মিষ্টি মধুর শাস…

 


(পাক্ষিক অনুগল্পের আসর)  

শিরোনাম =আমার কোন বাড়ি নেই 

           কলমে= আশা সরকার 

          তারিখ = ১২।০৮।২০২০


আমায় চিনতে পারছো? আমি মানসী সেই ছোটবেলা থেকেই একটা নির্দিষ্ট ঠিকানা খুঁজে বেড়াচ্ছি।  কোনো হস্টেল নয় নিরাপদ মিষ্টি মধুর শাসনে তার বাবার বাড়ি! পাওয়া হয়নি। অপরিণত

 বয়সে কপালে জুটে ছিলো শ্বশুর বাড়ি। ভয়ে 

জড়সড় মানসী কুসুমিত হওয়া আগেই বিকশিত হয়েছিলো। আজও তার নিজস্ব কোন বাড়ি নেই। নেই বললেই মিথ্যে বলা হবে। কাগজে কলমে তার বাড়ি আছে বৈকি! কিন্তু মালিকানা ? এই মূহুর্তে মানসী বেশ খানিকটা  পরিনত। কিন্তু ছোট বেলার ছেলেমানুষী গুলো আজো তাকে তাড়িত করে। মানসীর স্বামী খুব সুশিক্ষিত/ সম্ভ্রান্ত/ মৃদুভাষী

এবং কর্তব্যপরায়ণ। কিন্তু মানসীর ছেলেমানুষী গুলো বড়ো অপছন্দের। তাই বুঝি মানসী এই খোঁজা। শেষ নেই এর  ,,,,,,,,,,,,,,,,,,,

মাহা কাব্যের যুগে দ্রৌপদী ও অর্জুনের মধ্যে আমার নিজস্ব বাড়ি খুঁজেছি পাইনি কোনদিন। 

রাম ও সীতার মধ্যে খুঁজে পেতে চেয়েছি আপন ঘর, পাইনি সেখানেও। আমি বঙ্কিমচন্দ্রের মধ্যে রবিঠাকুরের দেশে এসে পেয়েছি নিজের ঘর , দীর্ঘদিন বাস করা হয়নি সেখানে। জীবনানন্দের রূপসী বাঙলার ভিতর হারিয়ে গিয়েছে আমার ঘরের চাবি তাই থাকা হয়নি। সমস্ত জীবন ধরে এই খোঁজা অন্তহীন বিশ্রাম বিহীন। কেউ আমাকে একটা বাড়ি দেবে গো ? কে মেনে নেবে আমার ছেলেমানুষী গুলো? কে দেবে আশ্রয়?  অনিকেত মানবী আমি সারা জীবন একটা প্রবহমান নদীরমত বইতে চাই। বন্ধু তুমি ফিরিয়ে দেবে না তো  ?