পাক্ষিক অনুগল্পের আসর************************রবিন হুড******************রীনা অসুস্থ । জানলার পাশে নিজের বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়ছে। প্রতিদিনের মতো রবিন আসে একগোছা টিউলিপ নিয়ে। রীনা ওকে ডাকে 'রবিন হুড' বলে। কারণ, ক…
পাক্ষিক অনুগল্পের আসর
************************
রবিন হুড
*********
*********
রীনা অসুস্থ । জানলার পাশে নিজের বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়ছে। প্রতিদিনের মতো রবিন আসে একগোছা টিউলিপ নিয়ে। রীনা ওকে ডাকে 'রবিন হুড' বলে। কারণ, কেউ অসুবিধেয় পড়েছে জানলেই , ও সেখানে হাজির ...। ওরা ছোটবেলার বন্ধু , বাগদত্তাও ।
রবিন বলে,
- কি বই পড়ছিস ,দেখি ?
- "The last leaf"
- অনেকবার পড়েছিস।
- হুঁ, । আবার ইচ্ছে হলো। তোর কথা বল।
- আমার ...ওই একই...কলেজ ...ক্লাস নেওয়া...বাড়ী। ... তোর কি হয়েছে বলতো ? এত চুপ কেন ? মুখে হাসি নেই কেন? ...
- আর হাসি আসছেনা রে ...
- অসুখ কি কারুর হয়না?
- তুই জানিস , আমার অসুখটা সহজে সারেনা। তুই বাড়ী যা রবিন। বৃষ্টি আসবে মনে হচ্ছে।
- আসুক। আমি The Great Robin Hood... বৃষ্টিতে কিচ্ছু হবে না।
- তবু ভিজলে...
- আমার কথা থাক ।... তুই সারাদিন কি করলি বল?
- জানিস আমি ঠিক মরে যাবো...
- সারাদিন পরে ,তোর কাছে এইজন্যে এলাম ?
রীনাকে বুকে জড়িয়ে নেয় রবিন। ফুঁপিয়ে ওঠে রীনা ! বলে,
- যেদিন কবরস্থানে একটাও মোমবাতি জ্বলবেনা, ঘুটঘুট করবে অন্ধকারে ,সেদিন জানবি, আমি নেই।
কবরস্থানটি রীনার ঘর থেকে দেখা যায়।
পরের কদিন প্রবল ঝড় বৃষ্টি। তবু রবিন ফুল রেখে গেছে খোলা জানলায়।
আজ ঝকঝকে রোদ। রিপোর্ট এসেছে রীনা সুস্থতার পথে। ও অপেক্ষা করে রবিনের। ...
রীনার মা, একটা কালো স্কার্ফ এনে ওকে দেন। কবরস্থানে যেতে হবে !
বৃষ্টির রাতে কবরস্থান আলোকিত রাখতে গিয়ে বজ্রপাতে রীনার ,রবিন হুড ...
দেবযানী
19/8/20
(শব্দ সংখ্যা 197)