#সাপ্তাহিক _প্রতিযোগিতা--২০#বিষয় --বন্ধুত্বের অবমাননা #বিভাগ --গদ্য কবিতা
অন্তরালে মালা সেন দে ১৯।৮।২০২০
আজও ঠিক ভোর হয় ! যে রকম ভোর হতো বছর কুড়ি আগে । কোপাইয়ের জলে সোনা রোদ খেলা করে আজও , লাল কাঁকুড়ে পথ ধরে হেঁটে পৌঁছে যাওয়া ভ…
#সাপ্তাহিক _প্রতিযোগিতা--২০
#বিষয় --বন্ধুত্বের অবমাননা
#বিভাগ --গদ্য কবিতা
অন্তরালে
মালা সেন দে
১৯।৮।২০২০
আজও ঠিক ভোর হয় !
যে রকম ভোর হতো বছর কুড়ি আগে ।
কোপাইয়ের জলে সোনা রোদ খেলা করে আজও ,
লাল কাঁকুড়ে পথ ধরে হেঁটে পৌঁছে যাওয়া ভুবনডাঙার মাঠ ।
বৃষ্টিভেজা লালমাটির পথে যেতে, যেতে ঝরে পড়ত অমলতাস তোমার আমার গায়ে ।
ঘুঙুরের মত তার আবেগী সাজ ,
অমলতাস স্বপ্ন সাজিয়ে আমাদের মত রোজ ছুঁতে চায় আকাশ ।
খুব মনে পড়ে অতীতের দিনগুলো , কারণে অকারণে বসেছি অমলতাসের তলায় ।
তোমার ভালবাসার জায়গায় ,
জানাতে চাওয়া একবুক ভালবাসার কথা ।
মন খুঁজেছে এক মন , চেয়েছে ভালবাসায় সম্পুর্ণতা ,
হারিয়ে ফেলেছি তোমার কাছে এসে ।
এখন শুধুই নীরবতা , কেটে গেছে অনেক বছর ,
আজ অযোগ্য কিছু স্মৃতিরা উঁকিঝুঁকি দেয় মনের বারান্দায় , অন্ধকারে হেঁটে বেড়ায় ।
আর লিখি না ভালবাসার কথা কবিতায় ,
শুধু মনের অন্তরালে জ্বলতে থাকে ।
চাপা দীর্ঘশ্বাস বড় বেদনাদায়ক ,
মন খুলে ভালবাসতে চাওয়া সে কি শুধুই ভিখারীর বেশ ?
তোমার এই চলে যাওয়া সেকি আমার ভুল ?
নিরালা দুপুর কেঁদে বেড়ায় , ডাহুকের ডাকে বিষণ্ণ মন ভারী হয় ।
আলোকবর্ষ দূরের পথ আশা জাগায় ,
ভীরু মনটা বসতে চায় আরও একবার অমলতাসের তলায় ।
মন বলে যা গেছে তা আর ফিরবার নয় ,
স্মৃতির ধুলো ঝেড়ে নতুন করে বাঁচতে চায় এই মন ।
অমলতাসের গা বেয়ে আজো ঝরে খুশির দুফোঁটা জল ,
শুধু ঝরে পড়ে না তোমার আমার গায় ॥