সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০বিভাগ - কবিতাবিষয় - "বন্ধুত্বের অবমাননা "কবিতা--"বন্ধুত্বের অনুভূতি "কলমে- ঝুমা দাস তারিখ - ২১.৮.২০২
তখন এমনই একটা সময় ছিলো -- একটা দিন তাকে না দেখলে মন খারাপ থাকতো!আবার কথা বলতে, য…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০
বিভাগ - কবিতা
বিষয় - "বন্ধুত্বের অবমাননা "
কবিতা--"বন্ধুত্বের অনুভূতি "
কলমে- ঝুমা দাস
তারিখ - ২১.৮.২০২
তখন এমনই একটা সময় ছিলো -- একটা দিন তাকে না দেখলে মন খারাপ থাকতো!
আবার কথা বলতে, যখন-তখন ঝগড়াঝাটিও চলতো।
একসাথে পথ হাঁটতে সামান্য কারনেই দুজনের পথ দুটি দিকে যেতো বেঁকে।
এই ঝগড়া, খুনসুটি - সবকিছুর মধ্যেই একটা আলাদা অনুভবের তীব্রতা ছিলো....
আর সেই তীব্রতা ধরা দেয় বন্ধুত্বে।
যত দিন যেতে লাগলো, অনুভুতির প্রকাশ তত স্পষ্ট হয়ে ফুটতে লাগলো দিনের আলোর মতো।
বিপদে-আপদে, সুখ-দুঃখে,
সময়ে-অসময়ে বন্ধুকে কাছে পাবার আশা!
একটা ছোট্ট শব্দ "বন্ধু" - কথাটির মধ্যে
হৃদয়মন্দিরে তার অগাধ পরিসর।
জীবনকে বাজি রেখে পৃথিবীর এককোণে থাকে বন্ধুত্বের গোপন ভালোবাসা।
সেই "বন্ধুর বন্ধুত্বে" যদি হঠাৎ ঘটে পরিবর্তন?
হঠাৎ যদি কারণে-অকারণে দেখি অবহেলা, অবমাননার পরিচয়,
মনের মধ্যে অভিমানের পাহাড় গড়ে ওঠে।
ফাটল ধরা হৃদয় নিজের অজান্তে হয় চূর্ণবিচূর্ণ।
এই সুন্দর জীবনে নেমে আসে ছন্দপতন, নামে অবক্ষয়।
সার্থক বন্ধুত্বের হাতছানি দিয়ে যায় এক আকাশ ভালোবাসা;
এই সুন্দর পৃথিবীতে বন্ধুর বন্ধুত্বের মাঝেই থাকে বেঁচে থাকার তীব্র আশা।।