সাপ্তাহিক প্রতিযোগীতা পর্ব- 20বিষয়- -- বন্ধুত্বের অবমাননা শিরোনাম- --মুখোশধারী রূপ কলমে --- রত্না পালতারিখ- -- 22*8*2020______________@_________
আঁধার রাতে ভাবনা মাঝে তোমায় মনে পরেহাস্য মুখে বিষ ছড়াতে পাড়লে কেমন করে !
বন্ধু রূপে আব…
সাপ্তাহিক প্রতিযোগীতা পর্ব- 20
বিষয়- -- বন্ধুত্বের অবমাননা
শিরোনাম- --মুখোশধারী রূপ
কলমে --- রত্না পাল
তারিখ- -- 22*8*2020
______________@_________
আঁধার রাতে ভাবনা মাঝে তোমায় মনে পরে
হাস্য মুখে বিষ ছড়াতে পাড়লে কেমন করে !
বন্ধু রূপে আবির্ভাব , ছিল উচ্ছ্বাস ভরা প্রাণ
তোমার মাঝেই খুঁজেছিলাম সুখের শত ঘ্রাণ ।
বদলে গেল অভ্যাসটা উদ্যমতার অনুভব
ভাটার টানে শুষ্ক হলো তোমাতেই যা সম্ভব !
হাতের পরে হাত রেখেছি আবেগ ছিল প্রবল
অবুঝ মন বোঝেনি সেই স্পর্শে ছিল ছোবল ।
কথার কথা সবই কেবল এখন অন্য দিশা
বুঝে গেছি এটাই শুধু তোমার একটা পেশা ।
অন্তর বাহার বিভেদ যার মুখোশধারী রূপ
কর্ম তার চিনতে শেখায় নিজস্বতার সরূপ ।
_____________@__________