সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব -২০বিষয় -বন্ধুত্বের অবমাননাকবিতা - #দিবাস্বপ্নকলমে-অপর্ণা দাস ২০/০৮/২০২০বিশ্বাস অবিশ্বাস এর দোটানায় জীবন,মেরুদন্ডহীন সরীসৃপ এর মত ,পরশ পাথর খুঁজে বেড়ায় পতিত সমাজে -নিরাভরণ কায়ায় অবগুণ্ঠিত প…
সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব -২০
বিষয় -বন্ধুত্বের অবমাননা
কবিতা - #দিবাস্বপ্ন
কলমে-অপর্ণা দাস
২০/০৮/২০২০
বিশ্বাস অবিশ্বাস এর দোটানায় জীবন,
মেরুদন্ডহীন সরীসৃপ এর মত ,
পরশ পাথর খুঁজে বেড়ায় পতিত সমাজে -
নিরাভরণ কায়ায় অবগুণ্ঠিত প্রেম হাতছানি দিয়ে ডাকে,
লাঞ্ছিত ,বঞ্চিত, মোহমায়া হীন
জঠর জ্বালায় অবিরাম নিপীড়িত ,
ক্ষনিকের ভোগ বিলাসে।
হাতড়ে বেড়ায় কোনো শার্টের আস্তিন, অশ্রু মোছানোর তাগিদে।
নেই কোনো শর্ত ,দাবী খালি এক বুক ভালোবাসা উদার চিত্তে।
দিবা স্বপ্ন শুধু সোনার কাঠির রূপকথার রাজপুত্রের,
ঘুম ভাঙ্গে হায়, শরীরী ক্ষুধা মেটাতে দ্বারে দাঁড়ায়ে অশরীরী কায়,
নিঃশব্দে পথচলা আবার নিরুদ্দেশের পথে ॥