Page Nav

HIDE

Post/Page

May 18, 2025

Weather Location

Breaking News:

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৯বিষয়-শ্রাবণধারা ঝরা রাতশিরোনাম -শ্রাবণ ধারাকলমে - অপর্ণা চক্রবর্তী তারিখ -১৫/০৮/২০২০
শ্রাবণের এক রাতের বেলা কালো মেঘে ঢেকে গেছে তারাশুরু হল জলদের গুরু গুরু  গর্জন চারদিক  পথঘাট নিস্তব্ধ নির্জন। 
সকলে …

 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৯

বিষয়-শ্রাবণধারা ঝরা রাত

শিরোনাম -শ্রাবণ ধারা

কলমে - অপর্ণা চক্রবর্তী 

তারিখ -১৫/০৮/২০২০


শ্রাবণের এক রাতের বেলা 

কালো মেঘে ঢেকে গেছে তারা

শুরু হল জলদের গুরু গুরু  গর্জন 

চারদিক  পথঘাট নিস্তব্ধ নির্জন। 


সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন 

শ্রাবণের ধারা ঝরে পড়ে নিরবচ্ছিন্ন

থেকে থেকে শোনা যায় ব্যাঙেদের ডাক

তার মাঝে উড়ে যায় জোনাকির ঝাঁক।


জানালার ধারে বসে স্মৃতি মনে পড়ে  

জুঁই আর বকুলের গন্ধে মন ভরে।

নিশাচর ভবঘুরে  যতপাখির দল 

খাদ্য খোঁজার নেশায় হয় রে পাগল


শ্রাবণের এই নিঝুম রাত্রি বেলা

চলে  শ্রাবণী ধারা বর্ষনের খেলা 

হৃদয়ে মনে ঢেউ খেলে যায়

ঘন কালো রাতে সবুজ পাতায়

                বারি ধারার  ধ্বনি শোনা যায়।

                  *****