সাপ্তাহিক প্রতিযোগিতা ১৯বিষয়-‘#শ্রাবণ#ধারা#ঝরা#রাত#’১২/৮/২০২০===========================
শ্রাবণ-রজনী*************
ঝর-ঝর-ঝর বাদল ধারা ঝরে রয়ে রয়ে--শ্রাবণ-রজনী নেমে এলো, দ…
সাপ্তাহিক প্রতিযোগিতা ১৯
বিষয়-‘#শ্রাবণ#ধারা#ঝরা#রাত#’
১২/৮/২০২০
===========================
শ্রাবণ-রজনী
*************
ঝর-ঝর-ঝর বাদল ধারা
ঝরে রয়ে রয়ে--
শ্রাবণ-রজনী নেমে এলো,
দিন গেল বয়ে।
মেঘের ’পরে মেঘ জমে
আঁধার নামে রজনীর আগে,
বাঁধন-হারা বৃষ্টি ধারা
গাইছে গান নানান রাগে।
সজল হাওয়া,বইছে বেগে
অবিরাম কাকে,ডাকিছে মেঘে,
নিবিড় আঁধার নেমেছে দেখো
হয়ে কেমন ঘন কালো--
ঘুমায়েছে রবি,নিশার অবসানে
আঁখি মেলে জ্বালবে আলো।
একলা বসে ঘরের কোণে
ভাবি আমি আপন মনে,
এলোমেলো অজস্র কথা
কী যে ভাবি,জানি নে।
নিশীথ ঘন অন্ধকারে-
কে ডাকে মোরে,বারেবারে।
এ রাতে কিসের লাগি
রয়েছি আমি,এমন জাগি!
সহসা শুনি বহুদূরে-
নিশীথ পাখি ডাকিছে,করুণ সুরে,
বুঝি তার পরাণ-মাঝে
বিরহ-স্মৃতি লুকায়ে আছে। ।
মৌসুমী ভৌমিক
*****************