সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব :-১৯
১৪/৮/২০বিষয় :-শ্রাবণ ধারা_ ঝরা রাত
শিরোনাম :--এমনি শ্রাবণ রাতেকলমে :---- শিবানী গুপ্ত
বিবর্ণ মনের আকাশ শ্রাবণের ধারাপাতে।অব্যক্ত মর্মদাহে তূষের আগুন তীব্র আঘাতে।ঘনঘোর শ্রাবণ রজনীতে আচমকা অশনিপা…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব :-১৯
১৪/৮/২০
বিষয় :-শ্রাবণ ধারা_ ঝরা রাত
শিরোনাম :--এমনি শ্রাবণ রাতে
কলমে :---- শিবানী গুপ্ত
বিবর্ণ মনের আকাশ শ্রাবণের ধারাপাতে।
অব্যক্ত মর্মদাহে তূষের আগুন তীব্র আঘাতে।
ঘনঘোর শ্রাবণ রজনীতে আচমকা অশনিপাত।
দুন্দুভি নিনাদ যেন নিয়তির কালো হাত।
আলকাতরা সম তমসা নেমে এলো ঘোর।
ছিন্ন হলো জাগতিক জীবনের সম্পর্কের ডোর।
সেই থেকে, বুকে আমার মস্ত এক পাথর বাটি চাপা।
হিম শীতল ভয়ের স্রোত যায়না কভু মাপা।
শ্রাবণ ধারা ঝরা রাতে কেঁপে কেঁপে উঠে।
উন্মাদিনী মন তোমায় খুঁজে বেড়ায় ছুটে ছুটে।
ব্যাকুল কাঙাল চোখে নামে অবিরল ধারা
শ্রাবণ ধারা দেখে ত্রাসে বিহ্বলদিশেহারা।
ছবিখানি তোমার বুকেতে চেপে নিবিড় মমতায়
বাঁচাতে অমঙ্গলের ছোঁয়া হতেআঁচলের তলায়।
জীবন আমার রঙ হারা যে একটি তুমি বিনে।
খুঁজে ফিরি পাগলপারা তাইতো রাতে দিনে।
শ্রাবণ সন্ধ্যা করলো বন্ধ্যা স্বপ্ন দেখা দু'টি মন।
অশনিসংকেত নামবে অকালে ভাবিনি কখন।
ভালোবাসার মানে বুঝতে তুমিই শেখালে আমায়।
কতো না সুখস্মৃতি ঢেউ খেলে যায় হৃদয়ের আঙ্গিনায়।
তোমাতেই সমর্পিত ছিলাম ,তোমা বিনে শূণ্য সব।
বিয়োগ ব্যথায় বেহাগের সুরে ছড়ায় করুণ রব।
জীবনের বাতি নিভে গেলো তোমার এমনি শ্রাবণ রাতে।
স্মৃতি যে কেবলি কাঁদায় আমারে সুগভীর বেদনাতে।