সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১বিষয় ..আমাদের তেরঙ্গা পতাকাবিভাগ ..কবিতাশিরোনাম ..মোদের গর্বকলমে ..চন্দ্রশেখর বটব্যালমোদের গর্ব ,মোদের স্বপ্ন ,তুমি আমাদের তেরঙ্গা,তুমি সুন্দরতম ,তুমি তিলোত্তমা,স্বাধীনতার প্রতিমা,হৃদ মাঝে বিরাজিতা।তো…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২১
বিষয় ..আমাদের
তেরঙ্গা পতাকা
বিভাগ ..কবিতা
শিরোনাম ..মোদের গর্ব
কলমে ..চন্দ্রশেখর বটব্যাল
মোদের গর্ব ,
মোদের স্বপ্ন ,
তুমি আমাদের তেরঙ্গা,
তুমি সুন্দরতম ,
তুমি তিলোত্তমা,
স্বাধীনতার প্রতিমা,
হৃদ মাঝে বিরাজিতা।
তোমাকে পেয়েছি ,
রক্তের বিনিময়ে ,
জীবন মরন পন ।
তুমি মোদের জীবন মানিক ধন।
তোমাকে দেখলে বুকে পাই বল...
এগিয়ে চলার প্রেরণা ,
তোমার সন্মান রক্ষায় ,
জীবন দিতে পিছ পা
হব না।
১৯৪৭ এর ১৫ ই অগাস্ট
পুণ্য দিনে তোমায় লভেছি মোরা,
কত জীবনের বিনিময়ে।
পরাধীনতার গ্লানি মুছে ,আমরা স্বাধীন।
তে রঙ্গা ..তিন রঙে ,
দেয় ত্যাগ ,শান্তি ,
সজীবতার বাণী।
চক্র মাঝে রয় ,
'এগিয়ে চল' ,
নির্ভয়।
.