সাপ্তাহিক প্রতিযোগিতাপর্ব ২১বিষয়... আমাদের তেরঙ্গা পতাকাশিরোনাম. পতাকার মান কলমে শম্পা কর্মকার24.8.2020আমাদের জাতীয় পতাকা ত্রিবর্ণরঞ্জিততাই তেরঙ্গা নামে অভিহিত।।গৈরিক সাদা সবুজ রঙের মাঝেঅশোকচক্র নিজ ভূমিকায় বিরাজে।।ত্যাগ বৈরাগ…
সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব ২১
বিষয়... আমাদের তেরঙ্গা পতাকা
শিরোনাম. পতাকার মান
কলমে শম্পা কর্মকার
24.8.2020
আমাদের জাতীয় পতাকা ত্রিবর্ণরঞ্জিত
তাই তেরঙ্গা নামে অভিহিত।।
গৈরিক সাদা সবুজ রঙের মাঝে
অশোকচক্র নিজ ভূমিকায় বিরাজে।।
ত্যাগ বৈরাগ্য ও সাহসিকতার প্রতীক
সবার ওপরে আছে বর্ণ গৈরিক।।
মাঝের রং শুভ্র সাদা
শান্তি ও সত্যের পথে থাকা।।
সবুজ রঙের মাঝে আছে
শৌর্য ও সাহসিকতার বাণী।।
অশোকচক্র বীরত্বের পরিচয়
পতাকার ঠিক মাঝখানে শোভা পায়।।
মাতৃভূমি মায়ের পূজা করি
সেই তেরঙ্গা পতাকা তুলে।।
সম্মানের সাথে স্যালুট জানাই
স্বাধীনতা সংগ্রামীদের বেদীমূলে।।
ধন্য আমরা ধন্য ভারতবাসী
দেশের পতাকার পরিচয়ে আনন্দে ভাসি।।
২২জুলাই তোমার জন্মদিন
তুমি পুজিত মোদের কাছে প্রতিদিন।।
আজ সবাই মিলিত হয়ে
তেরঙ্গার নিচে করি মোরা শপথ।
জগতের মাঝে শ্রেষ্ঠ আসন ধরে রাখবো
আসুক যতো অসহনীয় বিপদ।।
জয় হোক তোমার সবার উপরে তোমার স্থান
আমরা জীবন দিয়ে রাখবো তোমার মান।।