সাপ্তাহিক প্রতিযোগিতা(-২০-)বিষয়-"#বন্ধুত্বের-#অবমাননা"বিভাগ-কবিতাবন্ধু…... তুমি কেমন বন্ধু???ঋতুপর্ণা পতি কর১৭/০৮/২০২০
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আজ সবই দোদুল্যমান,সত্যের পথ ছেড়ে আজ চারিদিকে শুধুই মিথ্যার জয়গান।বন্ধুত…
সাপ্তাহিক প্রতিযোগিতা(-২০-)
বিষয়-"#বন্ধুত্বের-#অবমাননা"
বিভাগ-কবিতা
বন্ধু…... তুমি কেমন বন্ধু???
ঋতুপর্ণা পতি কর
১৭/০৮/২০২০
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আজ সবই দোদুল্যমান,
সত্যের পথ ছেড়ে আজ চারিদিকে শুধুই মিথ্যার জয়গান।
বন্ধুত্বের আড়ালে বন্ধু করছে বন্ধুর সর্বনাশ,
চারিপাশে তাইতো বাতাসে বইছে শুধুই বন্ধুর দীর্ঘশ্বাস।
সামনের জনের বিশ্বাস ভেঙে খুব চালাক ভাবছো নিজেকে,
ভেবে দেখো তোমার জন্য হয়তো সে আর কখনো বিশ্বাস করতে পারবে না কাউকে।
ভেবো না তোমার সামনের মানুষটি ছিল ভীষন বোকা,
শুধু বন্ধু ভেবে বিশ্বাস করেছো তাই দিতে পেরেছো ধোকা।
সে জানতো বন্ধু হয়ে বন্ধুকেই বিশ্বাস করতে হয়,
কিন্তু জানতো না এই স্বার্থের দুনিয়ায় বন্ধু চেনা মোটেই সহজ নয়।
চাইলে সেও পারতো অনেক কিছুই বলতে,
পারতো সেও বন্ধুর ভালোমানুষির মুখোশটা টেনে খুলে দিতে।
তবু পিছিয়ে আসে,না ভয়ে নয়, বাধে তার রুচিতে,
শতকষ্টেও পারবে না বন্ধুর মতো বিশ্বাসঘাতক হতে।
বন্ধুত্বে আজ আর নেই কোনো বিশ্বাস,নেই ভালোবাসা,
মোবাইলের যুগে এখন স্ক্রিনশর্ট আর ভয়েস রেকর্ডিংই ভরসা।
বন্ধুত্ব শব্দটার করছো অমর্যাদা যারা,
ভেবে দেখো একবার কি করছো তোমরা?
এখনো হয়তো হয়নি দেরি নিজেকে শুধরে নাও,
যাদের দিয়েছো আঘাত তাদের কাছে মন থেকে ক্ষমা চাও।
বন্ধুকে আঘাত দিয়ে, করে অপমান,
শত গুণ থাকলেও হতে পারবে না মহান।
নিজেকে ঠিক প্রমাণ করতে সবাইকে ভুল বোঝাতে পারো হাজারো,
কিন্তু দিনের শেষে আয়নার সামনে নিজের সাথে চোখ মেলাতে কি পারো???