Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব–২১
বিষয়–  আমাদের তেরঙ্গা পতাকা
শিরোনাম– আমাদের পতাকা কলমে – সর্ব দমন বোস তারিখ–২৬/০৮/২০
দাদু– উ:নাতনি – কি যে কর না দাদু কি করে পড়লে তুমি–ঐরকম আকাশপানে চেয়ে কেউ কখনো হাঁটে,দেখি দেখি খুব লেগেছে বুঝি–এমা …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব–২১


বিষয়–  আমাদের তেরঙ্গা পতাকা


শিরোনাম– আমাদের পতাকা 

কলমে – সর্ব দমন বোস 

তারিখ–২৬/০৮/২০


দাদু– উ:

নাতনি – 

কি যে কর না দাদু কি করে পড়লে তুমি–

ঐরকম আকাশপানে চেয়ে কেউ কখনো হাঁটে,

দেখি দেখি খুব লেগেছে বুঝি–

এমা হাটুর কাছে ধুতি তোমার ছিড়ে গেল দেখি।


দাদু–

নারে দিদিভাই আকাশপানে নয় মায়ের আঁচল দেখি–

ওই ঘরের ওপর সর্ববৃহৎ শীর্ষে উড়ছে দেখ,

তিন রঙা ঐ চক্র মাঝে দেশের পতাকা দেখ–

শহীদের রক্ত দিয়ে অধিকার, দেশের পতাকা দেখ।


নাতনি–

চিনি দাদু চিনি ওই পতাকা চিনব না–

মাঝে সাদা ২৪দণ্ডের নীল চক্র নিয়ে,

নিচে সবুজ রং,উপরে কমলা নিয়ে পতাকার গরন–

বন্দেমাতরম ধ্বনি দিয়ে করি দেশমাতার বরণ।


দাদু–

দিদুন দেখ কি সুন্দর উড়ছে, দেখুন প্রাণভরে 

দেখতে গিয়ে একটু পড়েছি শুধু–

যত দেখি ভরে না মন যদি ছুঁতে পারতাম  একটু।


নাতনি–

সত্যি দাদু আমারো না খুব ভালো লাগে–

বন্দে মাতরম ধ্বনি দিলে মনটা যায় ভরে,

বড় হয়ে করবো আমি এমন কাজ–

যেই কাজেতে উঠাতে পারবো ভারত মাতার তাজ।


দাদু

 প্রথমে আজাদ হিন্দ সরকার পতাকা তোলে,

বীর সন্তান নেতাজি ভারত সীমান্তে কহিমায়–

ছিল বাঘের ছবি, গান্ধীজি মাঝে চরকা আনে,

শেষমেষ পরিবর্তন করে শোভিত হয় আশকচক্রে।


নাতনি

আশকচক্রের ২৪ দণ্ডের মানে আছে প্রত্যেকটির,

তিরঙ্গা পতাকা শুধু ওরেনা,ওটা দেশের নীতির, ১৯৪৭ জুলাই ২২সে কনস্টিটিউশন গৃহে দিল্লির

পতাকা গড়েন নেহেরু সহ যারা সদস্য গণপরিষদের।


দাদু

আরো আছে, ১৯০৪ সালে নিবেদিতাও রূপ দেন,১৯০৬ এ ওরে কলকাতার পার্সি স্কোয়ারে

 ম্যাডাম কামা জার্মানিতে পতাকা তোলেন দর্পে,

 বাড়ি ফিরে গর্বের পতাকার কথা বলবো তোকে।


নাতনি

১৯৪৭ সালের ১৫ আগস্টে ওরে তিরঙ্গা পতাকা

দাদু গো তখনি শুধু চর্চা করি বিপ্লবীদের কথা

জীবনে মরনে স্বয়নে স্বপনে শান্তিতে আছি আজ 

সত্যমেব জয়তে আছে জাতির মনের সাজ।