#সাপ্তাহিক_প্রতিযোগিতাঃ পর্ব ১৭
#গৃহবন্দী_জীবন
#তারিখঃ ৩১/৭/২০২০
#নামঃ পৃথিবীর অসুখ
#কলমেঃ মধুপর্ণা বসু
যতই গভীরে যাই বাঁও মাপা বড়ই দুস্কর
মনের জটিল গলিতে ভাবনার সে মন্বন্তর।
নষ্ট জীবন আজ বীভৎস হেলাফেলা রোগে
কি যেন নাম তার নিতান…
#সাপ্তাহিক_প্রতিযোগিতাঃ পর্ব ১৭
#গৃহবন্দী_জীবন
#তারিখঃ ৩১/৭/২০২০
#নামঃ পৃথিবীর অসুখ
#কলমেঃ মধুপর্ণা বসু
যতই গভীরে যাই বাঁও মাপা বড়ই দুস্কর
মনের জটিল গলিতে ভাবনার সে মন্বন্তর।
নষ্ট জীবন আজ বীভৎস হেলাফেলা রোগে
কি যেন নাম তার নিতান্ত শ্বাসরোধে ভোগে।
চুপ করে গেছে যত নির্বোধ গেঁয়ো আলোচনা
মন আর শরীরে শুধু ঘাতক মৃত্যু আনাগোনা।
থমকে দাঁড়িয়ে আছে পৃথিবীর আহ্নিক গতি
জীবাণু দাপিয়ে যায় মানুষের স্থির পরিনতি।
দ্রুত পায়ে হাঁটা রোজ সৎকারী চুল্লীর ঘরে
সারি দিয়ে নামহীন দেহ ঘুমোয় রোজ খবরে।
এ কোন দীর্ঘ রাত গুটিবসন্ত চাঁদ তারা মুখে
অসুখে ধরেছে পৃথিবী মৃত্যুর গন্ধ পাই বুকে।
দাও প্রাণ, দাও মুক্তি শেষ হোক এ মহা মড়ক
দূরত্বে সেরে উঠুক তৃতীয় গ্রহের জীব প্রবর্তক।