Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৭   কবিতা

চার দেয়ালের পৃথিবী      ২৮/৭/২০২০
-সাইদুর রহমান

কি শিশু কি বড় গৃহবন্দি সবে
    এলো যেই এক আজগবি;
স্কুল নেই খেলা নেই, এ যেন
    এক চার দেয়ালের পৃথিবী।

মা বাবার মানা বাইরে গেলে
    পড়বে তুমি…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১৭   কবিতা

চার দেয়ালের পৃথিবী      ২৮/৭/২০২০
-সাইদুর রহমান

কি শিশু কি বড় গৃহবন্দি সবে
    এলো যেই এক আজগবি;
স্কুল নেই খেলা নেই, এ যেন
    এক চার দেয়ালের পৃথিবী।

মা বাবার মানা বাইরে গেলে
    পড়বে তুমি শত্রুর কবলে;
আজগবি নাকি অতি ছোঁয়াচে
    রক্ষে নেই তার ছোবলে।

সারাদিনই শুধু মোবাইল গেম
    বসে শুয়ে স্বাস্থ্য হচ্ছে ক্ষয়;
শিশু যদি না বলে মনের কথা
    অনলাইনে কি শিক্ষা হয় ?

সারাবাত জাগে দিনেতে ঘুমোয়
    শারীরিক নড়াচড়া কম;
বড়রা আমরা বুঝি না শিশুদের
    বকাঝকা করছি হরদম।
 
এখন না হয় আড্ডা, কেবা যায়
    ঐ বোটানিক্যাল গার্ডেন;
না আসে বন্ধুরা না আত্মীয়জন
    বাড়িতেই যত ঘ্যানঘ্যান।

আগে ওরা খেলতে যেত পার্কে
    দেখতে যেত চিড়িয়াখানা;
এখন চার দেয়ালে বন্দি সবাই
    বন্দি করলো ঐ করোনা।

           July 28, 2020