সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব (-২১-)বিষয় : "#আমাদের #তেরঙ্গা #পতাকা"বিভাগ :কবিতা নাম : তিথি সেন স্থান : বেহালা , কলকাতা তারিখ : ২৯ /০৮ /২০২০
কবিতার নাম : ||তেরঙ্গা তুমি ||
ত্যাগ ,শান্তি ও শৌর্য্যের প্রতীক তুমি ,ভারতমাতার কপা…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব (-২১-)
বিষয় : "#আমাদের #তেরঙ্গা #পতাকা"
বিভাগ :কবিতা
নাম : তিথি সেন
স্থান : বেহালা , কলকাতা
তারিখ : ২৯ /০৮ /২০২০
কবিতার নাম : ||তেরঙ্গা তুমি ||
ত্যাগ ,শান্তি ও শৌর্য্যের প্রতীক তুমি ,
ভারতমাতার কপালে ত্রিরঞ্জিত জয়তিলক|
শিরে শোভিত যেন তোমার গেরুয়া কিরীট ,
শুভ্র -সৌম্য উত্তরীয় সঙ্গে ,
অঙ্গে চির শোভিত তোমার কোমল হরিৎ |
হৃদয়ে করেছো স্থাপন ধর্মেরে ,
অশোকচক্রকে নীলকান্ত মণি করে |
চব্বিশটি ধর্ম- দণ্ডবৎ অধিকার ও কর্তব্য ,
তোমারই মধ্যে সদা বিরাজিত ও সদা সতর্ক |
রক্ত শতধারার সিঞ্চনে স্বাধীন আজ ভারতভূমি ,
কোনো লাঞ্ছনেই দাসত্ব স্বীকার করো না কভু তুমি |
...@তিথি ....
#জয়হিন্দ
#শুভরাত্রি