সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 21বিষয়: আমাদের তেরঙ্গা পতাকা বিভাগ : কবিতা শিরোনাম : তেরঙ্গা নিশানকলমে: ডঃ অসীম কুমার মান্না
“তেরঙ্গা নিশান” ডঃ অসীম কুমার মান্না
ফাঁসির মঞ্চে গেয়ে জীবনের জয়গানহাসিমুখে প্রাণ দিয়েছে বলিদান।অকালে কত কুঁ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 21
বিষয়: আমাদের তেরঙ্গা পতাকা
বিভাগ : কবিতা
শিরোনাম : তেরঙ্গা নিশান
কলমে: ডঃ অসীম কুমার মান্না
“তেরঙ্গা নিশান”
ডঃ অসীম কুমার মান্না
ফাঁসির মঞ্চে গেয়ে জীবনের জয়গান
হাসিমুখে প্রাণ দিয়েছে বলিদান।
অকালে কত কুঁড়ি গেছে ঝরে
ভারতমাতার মুক্তির তরে।
ভারতের সব বীর সন্তান
তোমাদের জানাই প্রণাম।
অকথ্য অত্যাচার সয়ে হাসিমুখে
অসহ্য যন্ত্রণা চেপে নিয়ে বুকে,
হারিয়ে গেছে সব চিরতরে
কারাগারের গহন অন্ধকারে।
ভারতের সব বীর সন্তান
তোমাদের জানাই প্রণাম।
বুকেতে লেগেছে গুলি
তবু রক্তমাখা হাতগুলি
ছাড়েনি তেরঙ্গা নিশান,
বন্দেমাতরম ধ্বনি
কেড়ে নিতে কেউ পারেনি
যতক্ষণ ধড়ে ছিল প্রাণ।
ভারতের সব বীর সন্তান
তোমাদের জানাই প্রণাম।