Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯বিষয় – শ্রাবণ ধরা ঝরা রাতসুদীপ রায়১৩.০৮.২০২০............ আজ্ এসে গেছে শ্রাবণ ধারায় সিক্ত এমন রাত, ঝর ঝর ঝরে বাঁধভাঙ্গা এক বৃষ্টির ধারাপাত।চাঁদ লুকায়েছে মুখ তার মেঘে গুরু গুরু বাজে ধ্বনি,দমকা বাতাস ফুঁ…

 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৯

বিষয় – শ্রাবণ ধরা ঝরা রাত

সুদীপ রায়

১৩.০৮.২০২০

............ 

আজ্ এসে গেছে শ্রাবণ ধারায় সিক্ত এমন রাত, 

ঝর ঝর ঝরে বাঁধভাঙ্গা এক বৃষ্টির ধারাপাত।

চাঁদ লুকায়েছে মুখ তার মেঘে গুরু গুরু বাজে ধ্বনি,

দমকা বাতাস ফুঁসে ফুঁসে ওঠে যেন মণিহারা ফণী।

আঁধারে গাছেরা মাথা নেড়ে নেড়ে দুলছে প্রবল বেগে, 

আকশেতে নেই চন্দ্রিমা আজ ঢাকা পড়ে গেছে মেঘে।

আজ দিনভর বৃষ্টি পড়েছে পথঘাট জনহীন,

জল জমে গেছে পথে ঘাটে মাঠে, পথচলা সঙ্গিন।

দামিনী চমকে গরজে মেঘেরা, কড় কড় পড়ে বাজ,

লাগে যেন মহাপ্রলয়ের শুরু লয় হয়ে যাবে আজ। 

লোকজন আজ বাহিরে যায় নি সকলেতে ঘরে বসে,

চা, পাঁপড় আর গরম খিচুড়ি খাচ্ছে মজাতে কষে।

রাত হয়ে গেল, অঝোরে বৃষ্টি খেয়ে নাও তাড়াতাড়ি,

ভৌতিক কোনো গল্পের বই নিয়ে করো কাড়াকাড়ি। 

ভগবান ওগো যেন সকালেতে বৃষ্টির শেষে কাল 

ঝলমলে রোদ ছড়ায় শহরে ...  রবির কিরণজাল।