Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লিখনী-সম্মাননা

দৈনিক কবিতা অনুশীলন
✍✍✍✍✍✍✍✍
◇বিভাগ :•••• #কবিতা
◇শিরোনাম ••••• ▪(#কনকাঞ্জলি)
◇কলমে ✍ #সোমাপাল
:◇তাং ••০১।০৮।২০
▪▪▪▪▪▪▪▪

সবাই বলেন ভগবানকে নাকি দেখা যায় না;
উপলব্ধি করতে হয়,

কিন্তু আমি জন্মের পর থেকেই ;
দু'জন ভগবানকে দেখেছি



দৈনিক কবিতা অনুশীলন
✍✍✍✍✍✍✍✍
◇বিভাগ :•••• #কবিতা
◇শিরোনাম ••••• ▪(#কনকাঞ্জলি)
◇কলমে ✍ #সোমাপাল
:◇তাং ••০১।০৮।২০
▪▪▪▪▪▪▪▪

সবাই বলেন ভগবানকে নাকি দেখা যায় না;
উপলব্ধি করতে হয়,

কিন্তু আমি জন্মের পর থেকেই ;
দু'জন ভগবানকে দেখেছি
তাঁরা হলেন মা-বাবা।

মা কন্যা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন,
শত দুঃখ কষ্টের মধ্য দিয়ে
আমাদের বড়ো করে তোলেন!!

একদিন মা য়ের ঘর শূণ্য করে ; চলে যেতে হয় এক অচেনা অজানা মানুষ জন দের মাঝে!!

যাবার আগে সব মেয়েদের দু মুঠো চাল নিয়ে বলতে বলা হয় ;
"মা গো তোমার সব ঋণ শোধ করে গেলাম "!

মা আমি যে তোমার নাড়ি ছেঁড়া ধন,
ওই দু-মুঠো চাল ফেলে কি
তোমার ঋণ শোধ করা যায়??

আমার কষ্টে তুমি দুঃখ পেয়েছো,
আবার আমার সুখী তে তুমি প্রাণভরা আনন্দ পেয়েছো;

তাহলে কি করে মা তোমায় ঋণমুক্ত করবো??
প্রতিপদে তোমার কাছে আমি ঋণী ,
তোমার আমার বাঁধন যে মা
 চিরস্থায়ী,
তুমি আমার মা আমি তোমার মেয়ে।

তাইতো মা আমি বিদায় বেলায় করিনি এই কুসংস্কার নিয়ম পালন,,

সমাজের সব মেয়েদের বলি শোনো;
যাবার বেলায়!
এই কথা টাই বলে যেও
" #মা য়ের ঋণ দু-মুঠো অন্নে শোধ হয়না"

কু-সংস্কার হোক বন্ধ
সমাজ খোলো তোমার চোখ!!

মেয়ে সন্তান হোক মা বাবার
অসীম ভালোবাসার দান ;
তোমাদের ঋণ হৃদয় নিয়ে যেন ; জীবনের বাকিটা পথ চলতে পারি এই করো আশীর্বাদ।