Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগীতা-২১বিষয়-আমদের তেরঙ্গা পতাকাশিরোনাম-গেরুয়া পাড়ের শাড়িকলমে-অতনু সেনগুপ্ত
প্লাস্টিকবালা শাড়ি নিয়ে বালতি দিচ্ছে ঐ,মা গো,তোর গেরুয়া পাড়ের শাড়ি ছেঁড়াটা  কৈ??৭৩-বছর পেরিয়ে পরে,এখনো রাখিস যতনে ভরে--!!কি এমন স্মৃতি জড়ি…

 


সাপ্তাহিক প্রতিযোগীতা-২১

বিষয়-আমদের তেরঙ্গা পতাকা

শিরোনাম-গেরুয়া পাড়ের শাড়ি

কলমে-অতনু সেনগুপ্ত


প্লাস্টিকবালা শাড়ি নিয়ে বালতি দিচ্ছে ঐ,

মা গো,তোর গেরুয়া পাড়ের শাড়ি ছেঁড়াটা  কৈ??

৭৩-বছর পেরিয়ে পরে,এখনো রাখিস যতনে ভরে--!!

কি এমন স্মৃতি জড়িয়ে আছে ঐ শাড়ি ছেঁড়া জুড়ে।

আজ মা তোকে বলতেই হবে রাখিস না সংশয়

নইলে এই ছেঁড়া শাড়ি বেঁচবো মা,বেঁচবোই


কতবার বলেছি তোকে রাখিস না' ক ভরে,

কতবার দেখেছি তোকে কাঁদতে আড়াল করে।

অশ্রু জলে সিক্ত এ ভাঙা মাটির ঘর,

কত পূজা পেরিয়ে গেল ৪৭-এর পর।

কত শাড়ি এল গেল বেনারসি,জামদানি

এখনো তো বললি না মা,এটা কোথাকার আমদানি---!!!

কোনোদিনই দেখলাম না এ শাড়ি পড়তে 

লুকিয়ে লুকিয়ে দেখেছি তোর অঝোরে জল ঝরতে।

তবে কি,শাড়ির খুঁটে বাঁধা আছে অবগুন্ঠিত সম্ভ্রম--!!

আজ মা তোকে বলতেই হবে।ছাড়বো না একদম।


তবে শোন বাছা,এতো শাড়ি নয়,এ গলার মণিহার

কতবার নিয়েছি তুলে যুদ্ধজয়ের ভার ।


কতবার শাড়ির খুঁটে লুকিয়ে পিস্তল,

দিয়েছি তুলে বিপ্লবীদের বাড়াতে অতিবল।

কতবার প্রত্যয় ঝড় উঠেছে শাড়ির বুকে

কতবার জ্বলন্ত বারুদ মেখেছি আত্মসুখে।


যা ছিল মোর ,দিয়েছি তুলে পৈতৃক সম্বল,

তাই তো এই ১৫-ই অগস্ট আনন্দ-বিহ্বল। 


শোন বাছা,এতো শাড়ি নয়,এ আমর প্রাণের অহঙ্কার,

যতবারই ভেজাক অশ্রু,ছিড়ুক বারংবার।


জ্বলন্ত এই চুল্লিতে মা,একটু জল দে

যেন মরার আগে বাঁচতে পারি,বাঁচার আনন্দে

৭৪-টা পেরিয়ে গেল দ্বিধা ও দ্বন্দে,

দে তুলে এই ছেঁড়া শাড়ি মা,এ অভাগার স্কন্ধে।